সাধারণ জ্ঞান বিষয়ে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন থাকে তবে সেখানে বিভিন্ন দেশের মুদ্রার নাম আসাটা খুবই স্বাভাবিক একটি ঘটনা।
তাই চলুন জেনে নিই পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার নাম এবং পাশাপাশি তা মনে রাখার সহজ কৌশল।
(১) ইন্দোনেশিয়ার মুদ্রার নাম – রুপিয়া
(২) ইরাকের মুদ্রার নাম – দিনার
(৩) ইরানের মুদ্রার নাম – রিয়াল
(৪) ইসরাইলের মুদ্রার নাম – নিউ শেকেল
(৫) আফগানিস্তানের মুদ্রার নাম – আফগানি
(৬) ভুটানের মুদ্রার নাম – গুলট্রাম
(৭) চীনের মুদ্রার নাম – ইউয়ান
(৮) ভারতের মুদ্রার নাম – ভারতীয় রুপি
(৯) জাপানের মুদ্রার নাম – ইয়েন
(১০) উত্তর কোরিয়ার মুদ্রার নাম – ওন
(১১) দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম – ওন
(১২) কুয়েতের মুদ্রার নাম – দিনার
(১৩) মিয়ানমারের মুদ্রার নাম – কিয়াট
(১৪) মালয়েশিয়ার মুদ্রার নাম – রিঙ্গিট
(১৫) মালদ্বীপের মুদ্রার নাম – রুপিয়া
(১৬) নেপালের মুদ্রার নাম – রুপি
(১৭) ফিলিপাইনের মুদ্রার নাম – পেসো
(১৮) কাতারের মুদ্রার নাম – রিয়াল
(১৯) সৌদি আরবের মুদ্রার নাম – রিয়াল
(২০) সিঙ্গাপুরের মুদ্রার নাম – ডলার
(২১) শ্রীলংকার মুদ্রার নাম – রুপি
(২২) সিরিয়ার মুদ্রার নাম – পাউন্ড
(২৩) তুরস্কের মুদ্রার নাম – লিরা
(২৪) থাইল্যান্ডের মুদ্রার নাম – বার
(২৫) সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম – দিরহাম
(২৬) ডেনমার্কের মুদ্রার নাম – ক্রোন
(২৭) নরওয়ের মুদ্রার নাম – ক্রোন
(২৮) সুইডেনের মুদ্রার নাম – ক্রোনা
(২৯) রাশিয়ার মুদ্রার নাম – রুবল
(৩০) সুইজারল্যান্ডের মুদ্রার নাম – ফ্রাংক
(৩১) যুক্তরাজ্যের মুদ্রার নাম – পাউন্ড
(৩১) স্পেনের মুদ্রার নাম – ইউরো
(৩২) ফ্রান্সের মুদ্রার নাম – ইউরো
(৩৩) জার্মানির মুদ্রার নাম – ইউরো
(৩৪) ইতালির মুদ্রার নাম – ইউরো
(৩৫) নেদারল্যান্ডের মুদ্রার নাম – ইউরো
(৩৬) মিশরের মুদ্রার নাম – পাউন্ড
(৩৭) সুদানের মুদ্রার নাম – পাউন্ড
(৩৮) লিবিয়ার মুদ্রার নাম – দিনার
(৩৯) দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম – রান্ড
(৪০) মরক্কোর মুদ্রার নাম – দিরহাম
(৪১) জিম্বাবুয়ের মুদ্রার নাম – ডলার
(৪২) কানাডার মুদ্রার নাম – ডলার
(৪৩) যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম – ইউএস ডলার
(৪৪) আর্জেন্টিনার মুদ্রার নাম – পেসো
(৪৫) নিউজিল্যান্ডের মুদ্রার নাম – নিউজিল্যান্ড ডলার
(৪৫) মেক্সিকোর মুদ্রার নাম – পেসো
(৪৬) ব্রাজিলের মুদ্রার নাম – রিয়াল
(৪৭) ভেনিজুয়েলার মুদ্রার নাম – বলিভিয়ানো
(৪৮) অস্ট্রেলিয়ার মুদ্রার নাম – অস্ট্রেলিয়ান ডলার
বিভিন্ন দেশের মুদ্রার নামগুলো যেভাবে সহজে মনে রাখবেন:
খেয়াল করে দেখুন, একাধিক দেশের মুদ্রার নাম কিন্তু একই। তাই যেসব দেশের মুদ্রার নাম একই সেই দেশগুলোর নাম একসাথে পড়ুন। যেমন–
ডলার যেসব দেশের মুদ্রা:
১. মার্কিন যুক্তরাষ্ট্র
২. কানাডা
৩. অস্ট্রেলিয়া
৪. সিঙ্গাপুর
৫. হংকং
৬. নিউজিল্যান্ড
ইউরো যেসব দেশের মুদ্রার নাম:
১. ইতালি
২. ফ্রান্স
৩. স্পেন
৪. জার্মানি
৫. নেদারল্যান্ড
পেসো যেসব দেশের মুদ্রার নাম:
১. ফিলিপাইন
২. মেক্সিকো
৩. কিউবা
৪. আর্জেন্টিনা
রিয়াল যেসব দেশের মুদ্রার নাম:
১. সৌদি আরব
২. কাতার
৩. ইরান
৪. ওমান
৫. ইয়েমেন
দিনার যেসব দেশের মুদ্রার নাম:
১. কুয়েত
২. তিউনিসিয়া
৩. আলজেরিয়া
৪. বাহরাইন
পাউন্ড যেসব দেশের মুদ্রার নাম:
১. ইংল্যান্ড
২. মিশর
৩. লেবানন
৪. সিরিয়া
রুপি যেসব দেশের মুদ্রার নাম:
১. ভারত
২. পাকিস্তান
৩. নেপাল
৪. শ্রীলংকা
ক্রোনার যেসব দেশের মুদ্রার নাম:
১. নরওয়ে
২. সুইডেন
৩. ডেনমার্ক
রুপাইয়া যেসব দেশের মুদ্রার নাম:
১. ইন্দোনেশিয়া
২. মালদ্বীপ
লিরা যেসব দেশের মুদ্রার নাম:
১. তুরস্ক
২. ভ্যাটিকান
এভাবে খুব সহজেই কম সময়ে আপনি বিভিন্ন দেশের মুদ্রার নামগুলো আয়ত্ব করতে পারবেন এবং তা আপনার স্মৃতিতে দীর্ঘস্থায়ী হবে, ইনশাআল্লাহ।
নিয়মিত এমনসব লেখা পেতে ভিজিট করুন লেখাপড়া বিডি র পাতায়।
Leave a Reply