পৃথিবীর ৭টি মহাদেশের বিভিন্ন দেশ এবং তাদের রাজধানীর নাম

পৃথিবীতে মোট মহাদেশের সংখ্যা ৭ টি।

১. এশিয়া,

২. ইউরোপ,

৩. আফ্রিকা,

৪. উত্তর আমেরিকা,

৫. দক্ষিণ আমেরিকা,

৬. ওশেনিয়া এবং

৭. এন্টার্কটিকা।

মহাদেশগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন দেশ। তাছাড়া প্রতিটি দেশের রয়েছে নিজস্ব রাজধানী। আসুন জেনে নিই বিশ্বের কয়েকটি দেশের এবং তাদের রাজধানীর নাম।

এশিয়া মহাদেশ 

দেশ 

রাজধানী 

  • আফগানিস্তান

কাবুল

  • বাহরাইন

মানামা

  • ভুটান

থিম্পু

  • কম্বোডিয়া

নমপেন

  • চীন

বেইজিং

  • ব্রুনাই

বন্দর সেরি বেগওয়ান

  • পূর্ব তিমুর

দিলি

  • ভারত

নয়াদিল্লি বা নতুন দিল্লি

  • ইন্দোনেশিয়া

জাকার্তা

  • ইরাক

বাগদাদ

  • ইরান

তেহরান

  • লেবানন

বৈরুত

  • মিয়ানমার 

নাইপিদো 

  • মালদ্বীপ 

মালে

  • নেপাল

কাঠমুন্ডু 

  • মঙ্গোলিয়া 

উলানবাটোর

  • ইসরাইল

জেরুজালেম 

  • জাপান

টোকিও 

  • দক্ষিণ কোরিয়া 

সিউল 

  • ইয়েমেন

সানা

  • কুয়েত

কুয়েত সিটি 

  • উত্তর কোরিয়া 

পিয়ংইয়ং

  • জর্ডান

আম্মান

  • ওমান

মাস্কট

  • পাকিস্তান

ইসলামাবাদ 

  • ফিলিপাইন

ম্যানিলা 

  • কাতার

দোহা

  • সৌদি আরব

রিয়াদ

  • সিঙ্গাপুর 

সিঙ্গাপুর সিটি 

  • শ্রীলঙ্কা

কলম্বো

  • সিরিয়া

দামাস্কাস

  • তুরস্ক

আঙ্কারা 

  • থাইল্যান্ড

ব্যাংকক

  • সংযুক্ত আরব আমিরাত 

আবুধাবি 

  • উজবেকিস্তান 

তাসখন্দ

  • ভিয়েতনাম 

হ্যানয়

 

ইউরোপ মহাদেশ

দেশ 

রাজধানী 

  • আলবেনিয়া 

তিরানা

  • গ্রিস

এথেন্স 

  • জার্মানি

বার্লিন

  • ফ্রান্স

প্যারিস

  • ফিনল্যান্ড 

হ্যালসিংকি

  • অস্ট্রিয়া

ভিয়েনা 

  • বেলজিয়াম 

ব্রাসেলস 

  • বুলগেরিয়া

সোফিয়া 

  • ডেনমার্ক

কোপেনহেগেন 

  • হাঙ্গেরি

বুদাপেস্ট 

  • নেদারল্যান্ড 

আমস্টারডাম 

  • স্পেন

মাদ্রিদ 

  • সার্বিয়া 

বেলগ্রেড 

  • রাশিয়া 

মস্কো

  • রুমানিয়া 

বুখারেস্ট

  • পর্তুগাল 

লিসবন 

  • পোল্যান্ড 

ওয়ারশ

  • নরওয়ে

অসলো

  • সুইডেন 

স্টকহোম 

  • আয়ারল্যান্ড 

ডাবলিন

  • ইতালি

রোম

  • সুইজারল্যান্ড 

বার্ন

  • ইউক্রেন

ক্রিয়েভ

  • যুক্তরাজ্য 

লন্ডন

  • ভ্যাটিকান সিটি 

ভ্যাটিকান সিটি 

  • কসোভো

প্রিস্টিনা

 

আফ্রিকা মহাদেশ

দেশ 

রাজধানী 

  • আলজেরিয়া

আলজিয়ার্স 

  • মিশর

কায়রো

  • ইথিওপিয়া 

আদ্দিস আবাবা

  • ঘানা

আক্রা

  • আইভরি কোস্ট 

আবিদজান

  • কেনিয়া

নাইরোবি 

  • লিবিয়া

ত্রিপোলি 

  • মরক্কো 

রাবাত

  • নাইজেরিয়া 

আবুজা

  • সেনেগাল

ডাকার

  • সিয়েরালিওন 

ফ্রিটাউন

  • সোমালিয়া 

মোগাদিসু

  • দক্ষিণ আফ্রিকা

প্রিটোরিয়া 

  • সুদান

খার্তুম 

  • তিউনিশিয়া

তিউনিশ

  • উগান্ডা 

কাম্পালা

  • জাম্বিয়া

লুসাকা

  • তানজানিয়া 

দুদুমা

  • জিম্বাবুয়ে 

হারারে

 

উত্তর আমেরিকা 

দেশ 

রাজধানী 

  • কানাডা

অটোয়া

  • কিউবা

হাভানা

  • গুয়েতেমালা 

গুয়েতেমালা সিটি 

  • হাইতি

পোর্ট অব প্রিন্স

  • হন্ডুরাস

তেগুচিগালপা

  • জ্যামাইকা

কিংস্টন 

  • মেক্সিকো 

মেক্সিকো সিটি 

  • পানামা 

পানামা সিটি 

  • ত্রিনিদাদ 

পোর্ট অব স্পেন

  • যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসি

 

দক্ষিণ আমেরিকা 

দেশ 

রাজধানী 

  • আর্জেন্টিনা

বুয়েন্স আয়ার্স

  • বলিভিয়া 

লাপাজ

  • ব্রাজিল 

ব্রাসিলিয়া

  • চিলি

সান্টিয়াগো 

  • কলম্বিয়া 

বোগোতা

  • ইকুয়েডর 

কিটো

  • প্যারাগুয়ে

আসুনসিওন

  • পেরু

লিমা 

  • উরুগুয়ে 

মন্টিভিডিও

  • ভেনিজুয়েলার 

কারাকাস

 

ওশেনিয়া মহাদেশ 

দেশ 

রাজধানী 

  • অস্ট্রেলিয়া

ক্যানবেরা

  • ফিজি

সুভা

  • কিরিবাতি

দক্ষিণ তাবাওয়া

  • নাউরু

ইয়ারেন ডিস্ট্রিক্ট

  • নিউজিল্যান্ড

ওয়েলিংটন

  • পালাউ

জেরুলমাঠ

  • পাপুয়া

পোর্ট মোর্সবি

  • সলোমন দ্বীপপুঞ্জ

হনিয়ারা

  • টোঙ্গার

নুকুয়ালোফা

  • টুভ্যালুর

ফুনাফুটি

 

এন্টার্কটিকা মহাদেশ 

এন্টার্কটিকা বিশ্বের একমাত্র মহাদেশ; যে মহাদেশে কোনো দেশ নেই।যেহেতু মহাদেশটির ৯৮% অঞ্চল সারা বছর তুষার দ্বারা আবৃত থাকে, তাই এটিকে শীতলতম মহাদেশ বলা হয়। এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। 

এধরনের আরও লেখা পেতে নিয়মিত ভিজিট করুন লেখাপড়া বিডির পাতায়।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*