ঢাকার বনশ্রীতে অবস্থিত ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন করেছে।
দিবসটি পালনে বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব এম. এ মতিন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমমনা পরিষদের সভাপতি সাহাবুদ্দিন সিকদার এবং প্রফেসর মোঃ সোলাইমান স্যার, সাবেক অধ্যক্ষ, নোয়াখালী সরকারি কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ আবু আব্দুল্লাহ মো: বায়জিদ। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (একাডেমিক) মোঃ শামসুজ্জামান তালুকদার, এভিপি (একাডেমিক) ইয়ার হোসেন স্যার ও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী। বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- উপাধ্যক্ষ (এডমিশন) সৈয়দ নজরুল ইসলাম।
পরিশেষে বুদ্ধিজীবী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply