ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঢাকার বনশ্রীতে অবস্থিত ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন করেছে।

দিবসটি পালনে বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব এম. এ মতিন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমমনা পরিষদের সভাপতি সাহাবুদ্দিন সিকদার এবং প্রফেসর মোঃ সোলাইমান স্যার, সাবেক অধ্যক্ষ, নোয়াখালী সরকারি কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ আবু আব্দুল্লাহ মো: বায়জিদ। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (একাডেমিক) মোঃ শামসুজ্জামান তালুকদার, এভিপি (একাডেমিক) ইয়ার হোসেন স্যার ও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী। বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- উপাধ্যক্ষ (এডমিশন) সৈয়দ নজরুল ইসলাম।

পরিশেষে বুদ্ধিজীবী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*