হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি তথ্য www.hstu.ac.bd/admission

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এ বছর ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন ১ লাখ ১২ হাজার ১৯২ জন শিক্ষার্থী। ২ হাজার পাঁচটি আসনের বিপরীতে তারা ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এ বছর প্রতিটি আসনের বিপরীতে ৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করবেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে www.hstu.ac.bd/admission ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। হাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯ সহ বিস্তারিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাবে।

গুরুত্ব পূর্ণ সময় ও তারিখঃ

আবেদন শুরু: ১ লা অক্টোবর ২০১৮

আবেদনের শেষ তারিখ: ৩১শে অক্টোবর ২০১৮

প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: ৮ নভেম্বর ২০১৮ থেকে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত

ভর্তি পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস: রোববার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭০০০০১ থেকে ৭০৮৩৪৭ পর্যন্ত, বেলা ১১টা থেকে সাড়ে ১২ পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭০৮৩৪৮ থেকে ৭১৬৬৯৪ পর্যন্ত এবং দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭১৬৬৯৫ থেকে ৭২৫০৪১ পর্যন্ত। বিকেল সাড়ে ৩ থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) রোল নং ৩০০০০১ থেকে ৩০৪১৯৩ পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।

এরপর সোমবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০০০০১ থেকে ৬০৭৭০৫ পর্যন্ত এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০৭৭০৬ থেকে ৬১২০৫৮ পর্যন্ত, দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক) রোল নং ৩৫০০০১ থেকে ৩৫৭৭০৫ পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিট (বিজ্ঞান/মানবিক) রোল নং ৩৫৭৭০৬ থেকে ৩৬১৪১১ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৯৩২৫ পর্যন্ত এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০৯৩২৬ থেকে ২১৮৬১২ পর্যন্ত, দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০০০০১ থেকে ৪০৭৯৭৫ পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০৭৯৭৬ থেকে ৪১৫৯৫১ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিট রোল নং ১০০০০১ থেকে ১০৭৭০৫ পর্যন্ত এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৭৭০৬ থেকে ১১৫৪১০ পর্যন্ত এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১১৫৪১১ থেকে ১২৩৩২৬ পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘ই’ ইউনিটের রোল নং ৫০০০০১ থেকে ৫০১৬০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন ফিঃ ৫০০/-

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ

  • ২০১৭ ও ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। ২০১৫ সালের পূর্বে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের অযােগ্য।
  • প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরী শিক্ষা বাের্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ সহ মােট জিপিএ ৬.৫ থাকতে হবে। এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম ‘C’ গ্রেড থাকতে হবে। বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। উল্লেখ্য যে, শুধুমাত্র G ইউনিটের মানবিক বিভাগে পাশকৃত ছাত্র-ছাত্রীদের জন্য মােট জিপিএ ৬.০ এবং প্রতিটির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে।
  • ‘O’ এবং ‘A’ লেভেল পাশকৃতদের জন্য ‘O’ লেভেলের পাঁচটি বিষয়ে গড়ে কমপক্ষে ‘B’ গ্রেড এবং ‘A’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে গড়ে কমপক্ষে ‘C’ গ্রেড পেতে হবে।

ইউনিট পরিচিতি

ইউনিট অনুষদ
A ১। এগ্রিকালচার
২। ফিসারিজ
৩। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স
B কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
C বিজনেস স্টাডিজ
D ইঞ্জিনিয়ারিং
E ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার)
F বিজ্ঞান
G সােস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস

আসন সংখ্যাঃ ২০০৫টি

পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন

A ইউনিট

১.পদার্থ =২৫ নম্বর

২.রসায়ন = ২৫ নম্বর

৩. জীববিজ্ঞান ২৫ নম্বর

৪.ইংরেজি =২৫ নম্বর

৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর

মোট ১৫০ নম্বর
B ইউনিট

১.পদার্থ =২৫ নম্বর

২.রসায়ন = ২৫ নম্বর

৩. ম্যাথ = ২৫ নম্বর

৪.ইংরেজি =২৫ নম্বর

৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর

মোট ১৫০ নম্বর
C ইউনিট

ব্যবসায় শিক্ষা শাখার জন্য :

১. অ্যাকাউন্টিং = ২৫ নম্বর

২. ম্যানেজমেন্ট = ২৫ নম্বর

৩ . ইংরেজি = ২৫ নম্বর

৪. সাধারণ জ্ঞান = ২৫ নম্বর

৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর

বিজ্ঞান মানবিক শাখার জন্য :

১. বাংলা = ৪০ নম্বর

২. ইংরেজি = ৪০ নম্বর

৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর

৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর

মোট ১৫০ নম্বর
D ইউনিট

১.পদার্থ =২৫ নম্বর

২.রসায়ন = ২৫ নম্বর

৩. ম্যাথ = ২৫ নম্বর

৪.ইংরেজি =২৫ নম্বর

৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর

মোট ১৫০ নম্বর
E ইউনিট:

১.পদার্থ =২৫ নম্বর

২.রসায়ন = ২৫ নম্বর

৩. ম্যাথ = ২৫ নম্বর

৪.ইংরেজি =২৫ নম্বর

৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর

মোট ১৫০ নম্বর
F ইউনিট

১.পদার্থ =২৫ নম্বর

২.রসায়ন = ২৫ নম্বর

৩. ম্যাথ = ২৫ নম্বর

৪.ইংরেজি =২৫ নম্বর

৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর

মোট ১৫০ নম্বর
G ইউনিট

১. বাংলা = ৩০ নম্বর

২. ইংরেজি = ৫০ নম্বর

৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর

৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর

মোট ১৫০ নম্বর

জিপিএ গণনা পদ্ধতি

প্রতিটি ইউনিটেই ১০০ মার্কের MCQ পরীক্ষা । আর চতুর্থ বিষয়সহ SSC এর জিপিএ কে 4 দ্বারা গুণ করে এবং HSC এর জিপিএ কে 6 দ্বারা গুণ করে যোগ করে ৫০ মার্কের মধ্যে রেজাল্ট স্কোর হিসাব করা হয় ।স্কোর হিসাব হয় ১০০+৫০ =১৫০ মার্কের মধ্যে ।

বিশেষ ভাবে জ্ঞাতব্য

  • কোন ধরনের ঘড়ি
  • ক্যালকুলেটর বা কোন ইলেকট্রিক ডিভাইস আনা যাবেনা
  • কোটায় ভর্তির জন্য ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯ 

ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

অনলাইনে আবেদন করতে ভিজিট করুনঃ www.hstu.ac.bd/admission





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*