Advertisements
বর্তমানে কুয়েতের অবস্থা বেশী ভালোনা।
কুয়েতে আগের থেকে পার্ট টাইম কাজ করা নিষেধ তবে বর্তমানে আরো বেশি চেক শুরু হয়ে গেছে।
দিন দিন অবস্থা আরো খারাপ হতে চলেছে তাই যেসব বাংলাদেশি ভাইয়েরা আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো সাত থেকে আট লাখ টাকা খরচ করে ১৫ হাজার সেলারি পেয়ে আপনি কিছুই করতে পারবেন না। না টাকার মায়া ছারতে পারবেন, না এখানে ভালো করে কাজ করতে পারবেন। তার পরেও একটা কথা আছে বিদেশ হলো ভাগ্যের ব্যাপার।
ধন্যবাদ!
ভালো থাকবেন সবাই…