সফলতার সংজ্ঞা কি!! অনেক টাকা ইনকাম, নাকি জীবনটাকে অর্গানাইজ করা??
আপনি কি জানেন?
সফল মানুষ গুলো ঠিক কি কাজগুলো করেন?
ও
সফল ব্যক্তিদের চিন্তাভাবনা, কাজ করার ধরণ অন্য সাধারণ মানুষ গুলোর কাজ গুলো থেকে আলাদা।
সফল ব্যক্তির প্রধান কয়েকটি বৈশিষ্ট্য।
- সফল ব্যক্তিরা তাদের যেকোনো ব্যর্থতার জন্য অন্য কোন ব্যক্তি বা বস্তু কে দোষারূপ করেন না।
তারা তাদের নিজস্ব কাজের দায়িত্ব নিজেদের কাঁধে নেন।
অর্থাৎ তারা কোন ধরনের অজুহাতে বিশ্বাস করেন না। - সফল ব্যক্তিরা যে পেশা থেকে টাকা উপার্জন করেন সেই পেশার প্রতি তাদের গভীর মমত্ববোধ কাজ করে। সেই কাজে এত পরিমান আবেগ থাকে যে কি প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করছেন সেটা তারা বুঝতেই পারেন না। পরিশ্রমের মধ্যেই তারা তাদের প্রাপ্তিকে খুঁজেন।
- তারা সব সময় ভবিষ্যৎমুখী। এবং ফলাফলে তাড়াহুড়া না করে সম্ভাব্য ভবিষ্যত কে সামনে নিয়েই কাজ করেন।
- সফল ব্যক্তিরা প্রচন্ড রকমের আত্মবিশ্বাসী হয়। আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলোকে তারা আলোকিত হয়ে থাকেন।
- সফল ব্যক্তিরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার অসম্ভব ক্ষমতা রাখেন। অপ্রিয় বা তড়ীঘড়ী করা বা ভনিতা করতে তারা পছন্দ করেন না।
- বিনিয়োগে একাধিক রাস্তা ব্যবহার করেন, ফলশ্রুতিতে ঝুঁকির পরিমাণ কমে আসে।
অর্থাৎ তারা সব ডিম এক ঝুড়িতে রাখেন না!
একেক ঝুড়িতে রাখেন।
অনেক টাকা তো অনেকের ই আছে। কিন্তু সুন্দর ভাবে অর্গানাইজ করে একটা নতুন কিছু করার তাড়না টা কয়জনের থাকে!!