শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে রবিবার রাতে জুম আ্যপসের মাধ্যমে অনুষ্ঠিত সভায় নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করেছে।

১৪/১২/২০২০ তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সূর্যোদয়ের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস ও নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমতিকরণ, কালো পতাকা পূর্ণ উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ।

সকাল ৭:৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ এবং গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬/১২/২০২০ তারিখে সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গাজীপুর, নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন।

সকাল ৭:৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। এছাড়াও দিবসদুটির কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জুম অ্যাপসের মাধ্যমে পৃ ক আলোচনা সভার আয়োজন করাহয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে দিবসদুটি যথাযোগ্য  মর্যাদায় উদযাপনের জন্য অনুরোধ করা হয়েছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*