আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’২০২০ উপলক্ষে ‘নারী ও মেয়েশিশু নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই অনলাইন মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা খালেক । সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মোবাররা সিদ্দিক এর সঞ্চালনায় অনলাইন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়া, কল্পনা রায় ভৌমিক, এ্যাড. দিল সিতারা, দেওয়ান আবুল বাশার, তাপস মজুমদার, ফরিদা কেয়া, ফাহিমা ফেরদৌস, তানিয়া সরকার, ড. নাসরিন লুবনা, সাংবাদিক সৌরভ হাবিব, জনাব আলী প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, প্রতিটি মানুষের পরিবার হলো প্রথম পাঠশালা। পরিবার থেকে একজন মানুষ যে শিক্ষা পায় ভবিষৎ জীবনে তার প্রভাব পড়ে। তাই নীতিবোধ ও মানবিক মূল্যবোধ পরিবার থেকে শিখতে হবে।
নারী ও মেয়েশিশু নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে আইনের যথাযথ বাস্তবায়ন ও সংস্কার প্রয়োজন। নারীদের সম্মান ও মর্যাদা পরিবার থেকে দিতে হবে এবং নারীর প্রতি পুরুষতান্তিক দৃষ্ঠিভঙ্গি পরিবার করতে হবে বলে মত দেন তিনি। অনলাইন মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার ২৭ জন সদস্য যুক্ত ছিলেন।
Leave a Reply