বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সনেট দাসের অকাল মৃত্যু

কিডনি অবিকল হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সনেট দাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
 
বৃহঃস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কিডনিজনিত সমস্যার কারণে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি’র শিক্ষার্থী ছিলেন।
 
এদিকে সনেট দাসের মৃত্যুতে বশেমুরবিপ্রবিতে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে শিক্ষক সহ  সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীরা এমন অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
 





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*