আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, কওমী মাদ্রাসাসমূহের দাবির প্রেক্ষিতে গত ২৪ আগস্ট কতিপয় শর্তসাপেক্ষে ( স্বাস্থ্যবিধি মানা সংক্রান্ত) কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা হয়েছিল। প্রতিষ্ঠানটি আরোপিত শর্ত ভঙ্গ করায় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা খোলার আদেশ জারি করে। তার আগেই সোমবার সকালে চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন দারুল উলুম হাটহাজারীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।
এছাড়া গত কয়েকদিন যাবত শফিপুত্র আনাস মাদানীর কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে মাদ্রাসায়।
Leave a Reply