কবিতা: ইচ্ছেগুলোর অভিমান

সময়ের পথ ধরে , সবাইকে দূরে ফেলে
ইচ্ছে করে ছুটে চলে যেতে ওই রেলগারিটা ধরে,
হাঁটবো আমি তোমার সাথে রেললাইনের পথে

ইচ্ছে করে ঝাপ দিতে অতল সমুদ্রের গভীরে
সমুদ্রের ঢেউ অনুভব করতে ।

ইচ্ছে করে হতাম যদি সেই সবুজের পাহাড়
জঙ্গল এ দাপিয়ে বেড়াতাম আর করতাম সিংহের মত হুঙ্কার।

আমি চাই না আর কেউ আমাকে শুনাক মিথ্যা সকল প্রতিশ্রুতির গান,
আমি কাঁদেছি অনেক বার আজ মনে জমছে আছে আমার অনেক অভিমান ।

আজ আমি একলা এই সহস্রের ভিড়ে,
চাই না আজ ফিরতে
আমি চাই খোলা হাওয়ায় পাখির মত উড়তে

বেশ হতো যদি হতাম পাখি , মনে মধ্যে যাই আসে তাই আজ আমি লিখি ।

লিখতে আমার লাগে বেশ, যেন লিখা হয়না শেষ
ইচ্ছে করে ছবি আঁকতে, ক্যানভাস এ তে ধরে রাখতে ।
যদি আসে উল্কা বৃষ্টি , কিছু কথা করবো সৃষ্টি

নিজের রং তুলি তেই তো আজ বাঁচি
কল্পনা র সেই জাল কেটেছে আমার বাস্তবের কাঁচি,
ইচ্ছে করে আলোর বেগে ছুটতে , নিজের সাথে নিজেই কথা বলতে ।





About Oyshorjo 15 Articles
লিখতে ভালো লাগে তাই লিখি সবসময়, গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি , লেখালেখি করে সবার মন জয় করতে চাই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*