কবিতা : সময় এসেছে

পৃথিবীটা আজ ভীষণ ক্লান্ত লাগে
একাকীত্বে ক্লান্ত হয়ে
আমি চলেছি একলা সমুদ্দুরে
জীবনের পড়ন্ত বিকেলের রোদ্দুরে
ভয় হয়-একলা চলতে
যেন আছি অনেক অভিযোগে।

পথ চলা আজ তাই ভীষণ শ্রান্ত,
পথ চলতে চলতে আমি হয়ে গেছি ক্লান্ত ..
অনেকটা পথ হেঁটেছি আজ
দেখেছি যেন প্রকৃতির সাঁজ l

ওই যে দূরে মেঘের আড়ালে
বৃষ্টির কান্নার শব্দ
শুনতে কী পাও??
আবার একা চলতে চলতে,নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাই
সময় এসেছে এবার হয়তো
প্রকৃতির সাথে অন্যায় করেছি কত l

পথের অমসৃণতার ভয় আমাকে
গ্রাস করেছে ,
একাকিত্ব আমাকে তাড়া করছে

অঝোরে বৃষ্টির ঘ্রাণে,
মনে আছে কি আমার শেষ কথোপকথন

ভয় আমাকে পরাজিত করেছে ,
বুকের বাপাশের হৃদয় জুড়ে কান্নার শব্দে

অদূরে ঝর্ণার কলধ্বনিতে
সময় এসেছে এবার হয়তো
ধরণীর কাছে চলে যাব চির দিনের জন্য ।





About Oyshorjo 15 Articles
লিখতে ভালো লাগে তাই লিখি সবসময়, গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি , লেখালেখি করে সবার মন জয় করতে চাই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*