বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ইনস্টিটিউট অভ্ এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ( IADS ) – এ এপ্রিল সেপ্টেম্বর / ২০২০ সেমিস্টারে পূর্ণকালীন MBA in Agribusiness কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য নিচে দেয়া হলোঃ
শিক্ষাগত যােগ্যতাঃ
- প্রার্থীদেরকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে অথবা এর সমমানের কমপক্ষে ৪ ( চার ) বৎসরের ডিগ্রী থাকতে হবে।
- ক্রেডিট কোর্স পদ্ধতিতে পাশকৃত প্রার্থীদেরকে জিপিএ ৪ . ০ এর মধ্যে কমপক্ষে ৩ . ০ অথবা ৫ . ০ এর মধ্যে কমপক্ষে ৪ . ০থাকতে হবে । পুরাতন পদ্ধতিতে পাশকৃত প্রার্থীদের এসএসসি থেকে স্নাতক / স্নাতকোত্তর বা সমতুল্য পরীক্ষা সমূহের মধ্যে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ / শ্রেণী থাকতে হবে ।
গুরুত্বপূর্ণ তারিখঃ
- আবেদনপত্র সংগ্রহ ও জমাদান ২৩ ফেব্রুয়ারি ২০২০ – ১৬ মার্চ ২০২০
- ভর্তি পরীক্ষা – ১৯ মার্চ ২০২০
- ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ – ২২ মার্চ ২০২০
- ভর্তির তারিখ ২৪ মার্চ ২০২০ – ৩০ মার্চ ২০২০
- ক্লাসশুরু – ০১ এপ্রিল ২০২০
অন্যান্য তথ্যাদিঃ
- পূবালী ব্যাংক লিঃ , বিশ্ববিদ্যালয় চত্তর শাখা , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , ময়মনসিংহ থেকে ৫০০ . ০০ ( পাঁচশত ) টাকা । ( অফেরতযােগ্য ) প্রদান পূর্বক ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২০ থেকে ১৬ মার্চ ২০২০ পর্যন্ত সংগ্রহ করা যাবে । সংগৃহীত আবেদনপত্র যথাযথভাবে পূরণ পূর্বক প্রয়ােজনীয় কাগজপত্র সহ ১৬ মার্চ ২০২০ তারিখ
পর্যন্ত অফিস চলাকালীন সময়ে IADS – অফিসে জমা দিতে হবে । - আবেদনপত্রের সাথে সত্যায়িত সকল পরীক্ষার সার্টিফিকেট , মার্কশিট এবং ৩ কপি পাসপাের্ট সাইজ ছবি সংযােজন করতে হবে । সদ্য অনার্স ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণযােগ্য ।
- ভর্তি পরীক্ষা নৈর্ব্যক্তিক ( Communication , Mathematics & Analytical Ability ) এবং রচনা মূলক ( Essay writing & Interpretation skill ) এই দুই ভাগে বিভক্ত থাকবে ।
- ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত তারিখ ও সময় অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন ।
- চাকরিরত প্রার্থীদেরকে নিজ নিজ নিয়ােগ কর্তার নিকট থেকে “ অধ্যয়ন কালীন সময়ে ক্লাসে যােগদান এবং শিক্ষা কার্যক্রম যথারীতি সম্পাদনের জন্য চার সেমিস্টার ব্যাপী সময়কাল অর্থাৎ ২৪ মাসের ছুটি প্রদান করা হবে ” – এই মর্মে প্রত্যয়নপত্র / অফিস আদেশ সংযােজন করতে হবে । ভর্তির তারিখ হতে তিন মাসের মধ্যে ছুটির চূড়ান্ত কাগজপত্র জমা দিতে হবে , অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে ।
- অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট সংযােজন করতে হবে ।
- ভর্তি পরীক্ষার ফলাফল IADS – এর নােটিশ বাের্ড এবং ওয়েবসাইট ( www . bau . edu . bd / dept / iads ) – এ প্রকাশ করা হবে ।
- বিস্তারিত নিয়মাবলী ও ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যাদি IADS – অফিস থেকে সংগ্রহ করতে হবে । ( প্রয়ােজনে : + 88 01723 – 94 77 55 ) ।
- ভর্তি যােগ্য আবেদন পত্র সমূহ একাডেমিক কমিটির মাধ্যমে সুপারিশ সহ ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে কো – অর্ডিনেটর , উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি অফিসে প্রেরণ করা হবে ।
- অসম্পূর্ণ , অনিয়মিত এবং অস্পষ্ট আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
Leave a Reply