বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ২৩ ফেব্রুয়ারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানা গেছে। সমাবর্তন উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। Bangladesh_Agricultural_University

 

এই সমাবর্তনে স্নাতক(জানুয়ারি-জুন/২০১৩ থেকে জানুয়ারি-জুন/২০১৪) এর ১ হাজার ৯১৯ জন, এম.এস(জানুয়ারি-জুন/২০১৪) এর ২ হাজার ৮৫১ জন এবং পিএইচডি (২০১১ থেকে ২০১৪) এর ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া ৬ষ্ঠ সমাবর্তনের পর থেকে যাদের সনদ দেওয়া হয়নি এমন ৪ হাজার ৮০৮ জন শিক্ষার্থীকে মূল সনদ দেওয়া হবে।

এদিকে, ২০১৫ সালে পাস করা শিক্ষার্থীদেরকে ৭ম সমাবর্তনে অন্তর্ভুক্ত না করায় চাপা ক্ষোভ বিরাজ করছিল ২০১০-১১ সেশনের শিক্ষার্থীদের মাঝে। ওই ব্যাচের কথা মাথায় রেখে ২০১৭ সালেই আরেকটি সমাবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গেছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*