Basic ইংলিস কোর্স পর্ব 1

আসসালামু আলাইকুম ।

আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি । আর সেটা হল ইংলিস । আমরা সবাই জানি বর্তমান সময়ে ইংলিস বা ইংরেজী ভাষা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের অনেকেই আমরা উচ্চ মাধ্যমিক পর্যায় পার করে আসার পরেও মুখস্থ ছাড়া এক লাইনও লিখতে পারি না । লিখলেও সেগুলো sentence এ পরিণত হয় না ।English Lerning

আর সেজন্য এই প্লাট  ফর্মে ইংলিস বিষয়ে Basic কিছু বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন বোধ করলাম । আমি বলব না যে,আমার এই কোর্সটি ফলো করে আপনি ইংলিসের বস হয়ে যাবেন অথবা যেকোন ইংলিস খুব সহজে পড়তে পারবেন । কারণ প্রত্যকটি ভাষার ই গভীরতা অনেক ব্যাপক যা কখনোই নির্দিষ্ট সময় বেধে শেখা সম্ভব না, দীর্ঘ দিনের সাধনার ফলেই সম্ভব ।

এই কোর্সটা মূলত তাদের জন্য যারা ইংলিসে নিজের মত করে বাক্য লিখতে পারেন না, Tense, preposition, article সম্পর্কে ধারণা নেই অথবা তা ব্যবহার করতে পারেন না ।

সুতরাং গোটা কোর্স ধরে আমি , আপনাদের সাথে আলোচনার করবঃ

  • Tense
  • Prepositon
  • Article
  • Sentence Making

মাত্র এই কয়েকটি বিষয়ের কিছু প্রধান প্রধান বিষয় নিয়ে আলোচনা করব এবং সহজে কিভাবে ছোট ছোট সঠিক বাক্য বা sentence লেখা যায় সে বিষয়ে ধারণা দেব । কিন্তু আপনাদের অবস্থার উন্নতির জন্য অবশ্যই আপনাদের নিজেদের প্রাক্টিস করতে হবে ।

সর্বশেষে আরো ভালো ভাবে ইংলিসের উপর দক্ষতা আনার জন্য কি করা যেতে পারে সেই পরামর্শ থাকবে ।
যেহেতু, আমার কোর্সটি এডভান্স লেভেলের জন্য নয়; তাই যারা ইংলিসে লিখতে পারেন , কথা বলতে  পারেন বা এক্সপার্ট তাদের জন্য আমার এই কোর্স  নয়; শুধুমাত্র যারা ইংলিস মুখস্থ ছাড়া একটা sentence ও নিজ থেকে লিখতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য ।
আজকে এই পর্যন্ত, পরবর্তী টিউনের জন্য আমন্ত্রণ রইল ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*