শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গতানুধতিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক দেশ গড়া সম্ভব নয়। তাই বর্তমান সরকার ২০১০ সালে নতুন শিক্ষানীতি চালু করেছে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় রয়েছে সরকারের।
শনিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চূড়াইন গ্রামে খাহ্রা চূড়াইন আদর্শ ডিগ্রি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, ক্ষমতায় থেকে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত উল্টো পথে দেশ চালিয়ে গেছে। তারা বিদ্যুত উৎপাদন করেনি। এমনকি পুরনো বিদ্যুত কেন্দ্র মেরামত পর্যন্ত করেনি।
তিনি আরো বলেন, অতীতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে বিএনপি-জামায়াত দেশে কুশাসন প্রতিষ্ঠা করেছিল। দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার।
ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে হাটছে বর্তমান সরকার। আল্লাহর রহমতে এবার শ্রীলংকায় ৫০ হাজার মেট্রিক টন চাল রফতানি করবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি নুর আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ইঞ্জিনিয়ার দেওয়ান হানজালা, আজিজুর রহমান ফকু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা।
তথ্যসূত্রঃ বাংলানিউজ
Leave a Reply