তুই তুলিতে আঁকিস
আমি আঁকি ধোঁয়ায়,
তোর স্বপ্নগুলো প্রান পায়
রং তুলির ছোয়ায়
নাহয় লুকিয়ে রাখিস
স্বপ্ন ভাঙ্গার ব্যথা-
তুলির প্রতিটি আচড়ে,
নতুবা রঙের ভাজে ভাজে।
তবে কি জানিস!
আমার স্বপ্ন গুলো এলোমেলো,
ধোঁয়ার মতো ঘুরে ফিরে
আকাশের নীলে হারায়।
ঠিকানা বিহীন রাস্তার
ছেড়ে দেওয়া কুকুরের মতো-
ঘেঁউ ঘেঁউ করে নিয়ে যায়।
আমিও হয়তো একদিন
তোদের শহরে মিশে যাবো।
যেমনটি করে তুই মিশে যাস
ধূসর কালো রঙে
অথবা সাহিত্যের অন্ধকার গুহায়।
তুই আর আমি আমরা এমনই,
দিন শেষে যে যার দর্শন খুঁজি
হয়তো ধোঁয়ায় নাহয় রংতুলিতে।
এই তো ভালো বেশ আছি
যে যার মত স্বপ্ন ভাঙ্গার ব্যথা নিয়ে
তোর আমার চেনা শহরে
হাজার লোকের হাসির ভিড়ে
ঠোঁটের কোনে দুঃখ লুকিয়ে
রঙিন হাসির মুখোশ পড়ে।।
Leave a Reply