যন্ত্রমানবী – তাসলিমা জিন্নাত এর কবিতা

আমার যেটুকু অনুভূতি তোমার কাছে অস্হিরতা হিসেবে পরিচিত ছিলো
সেদিনগুলির পাঠ চুকিয়েছি কুড়ি বছর আগে।
এখন আমার কাছে অস্হিরতা বলতে কিছুই নেই।
এখন আমি কেবল নিরব নিস্পন্দিত হিমালয়ের মতো
দাঁড়িয়ে আছি নিঃস্তব্দতা নিয়ে।
তোমার উপেক্ষার হাজার জবাব দিয়ে।

কোনো ব্যাথা আমায় আর ব্যাথিত করে না,
কোনো কষ্টে চোখের জল ঝরে না।
কাঁদতে ভুলেই গেছি সেই কবে!
আমি এখন নিরবতার আবরণে আবৃত।
অনুভূতির হাজার ইন্দ্রীয় নিষ্ক্রীয় হয়েছে অনেক আগে,
স্মৃতি ধরে রাখার নিউরণ গুলো
বহুকাল আগেই প্যারালাইজড হয়েগেছে
চাইলে তারে আর খুঁছিয়ে জাগানো যায় না।

এখন আমার কাছে নেই কোনো
অপ্রাপ্তির যন্ত্রণা,
আঘাতে এখন শুধু রক্ত ক্ষরণই হয়
অশ্রু ঝরে পড়ে না।

আবেগে আফ্লুত হয়না হৃদয় আর
কঠিন পাথরের প্রাচীরঘেরা হৃদয়ের চারধার।
এখন নেই কোনো অভিযোগ,অভিমান
ভালোবাসা প্রকাশের অস্হিরতা।
আমি এখন যন্ত্রমানবী,আছে একরাশ নিরবতা।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*