১)তীব্র জ্বর,মাথাব্যাথা ও মাংসপেশিতে ব্যাথা,শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও সাম্প্রতিক কালে এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে।
২)জ্বরেে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যাথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়ান।
৩)জ্বর হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন এবং ডেঙ্গুজ্বরের পরীক্ষা করুন।
৪)জ্বর ভালো হলেও ডেঙ্গুজনীত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।তাই সচেতন হোন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন।
Leave a Reply