২০_সেকেন্ডে অনুপাতের অংক

 

৩টি সহজ পদ্ধতিঃ

 
সুত্র – ১
মনে রাখুনঃ যখন দুইটি অনুপাতের
সংখ্যা দুইটির পার্থক্য একই হয়

টেকনিক : p={(x ÷ s)× d}
** অর্থাৎ, মিশ্রিত দ্রব্যের পরিমাণ (p)=
{মোটমিশ্রনের পরিমাণ (x) ÷ অনুপাতের
ছোট সংখ্যা (s)} × অনুপাতের প্রার্থক্য
(d)
উদাহরণ : 60 লিটার কেরোসিন
ও পেট্রোলের মিশ্রনের অনুপাত 7 : 3 ওই
মিশ্রনে আর কত লিটার
পেট্রোলমেশালে অনুপাত 3:7 হবে?
সমাধানঃ p = {(x ÷ s)× d} = (60 ÷ 3) ×
(7-3) = 20×4 = 80 উত্তর: 80
সুত্র – ২
মনে রাখুন, যখন দুইটি অনুপাতের সংখ্যা
২টিরপ্রার্থক্য ভিন্ন হয়
টেকনিক : [p=w ÷ (s1+ s2)] ** অর্থাৎ, মিশ্রিত বস্তুর পরিমান (p) =
বস্তুর মোট ওজন (w) ÷ ১ম অনুপাতের
সংখ্যা দুটির যোগফল (s1 + s2)
উদাহরণ : একটি স্বর্ণেরগহনার ওজন 16
গ্রাম। তাতে স্বর্ণের পরিমান : তামার
পরিমান= 3:1 তাতে আর কি পরিমান
সোনা মেশালেঅনুপাত 4:1 হবে।
সমাধানঃ p = {w ÷ (s1 + s2)} ={16÷
(3+1)} = 16÷4 = 4 উত্তর : 4
সুত্র – ৩
উত্তর রাশি বের করারটেকনিক,
টেকনিক : উত্তর রাশি = (২য় অনুপাত×পূর্ব
রাশি) ÷ (১ম অনুপাত )
উদাহরণ : দুইটি রাশিরঅনুপাত 4: 7। পূর্ব
রাশি 24 হলে উত্তর রাশি কত?
সমাধান : উত্তর রাশি = (২য় অনুপাত×পূর্ব
রাশি÷১ম অনুপাত ) =(7×24)÷(4) = 42
উত্তর = 42

ভিডিওতে দেখুনঃ





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*