রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এবার অনলাইনে

RU

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এবার অনলাইনের মাধ্যমে করা যাবে। ভর্তি ফরম অনলাইনে পুরণ করে অনুষদ ও হলের টাকা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রথমে বিকাশের যে কোনো কাস্টমার একাউন্ট থেকে অনুষদ কর্তৃক নিধারিত ফি (Payment Option) এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। রেফারেন্স অপসনে ‘1415’ এবং প্রয়োজনে কাউন্টার নম্বরে ‘1’ ব্যবহার করতে হবে। পরে বিকাশ থেকে একটি ‘আইডি’ দেওয়া হবে, যা অনলাইনে ভর্তি ফরম পুরণে প্রয়োজন হবে। একই একাউন্ট থেকে একাধিক টাকা প্রদান করা যাবে। তবে এজেন্ট নম্বর থেকে বিকাশ করা যাবেনা।

বিকাশে টাকা প্রদানের অন্তত পাঁচ মিনিট পর http://admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির ফরম পুরণ করা যাবে। উক্ত ওয়েবসাইটের ভর্তি পরীক্ষার রোল নম্বর, টেলিটক থেকে পাওয়া পিন এবং বিকাশ  প্রদত্ত আইডি প্রদানের মাধ্যমে অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাবে।

ফরমে জেপিজি ফরমেটের ৩৫০-৪০০ পিক্সেল সাইজের সদ্য তোলা একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং শিক্ষার্থীকে রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকতে হবে। ফরমটি যথাযথভাবে পুরণ করলে সব তথ্য সংবলিত পিডিএফ ফরম পাওয়া যাবে। প্রাপ্ত পিডিএফ ফরমটি এফোর সাইজের অফসেট কাগজে দুই কপি প্রিন্ট দিতে হবে।

অনুষদ ভিত্তিক ভর্তি ফি-কলা, আইন, বিজনেস স্টাডিজ, সমাজবিজ্ঞান অনুষদের ২৯১০ টাকা, হল ফি ৭৪০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৩৭২৫ টাকা। বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদের ৩০৩৪ টাকা, হল ফি ৭৪০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৩৮৫০ টাকা।

ভর্তির সময় শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত দুই কপি প্রিন্টেড ফরম (এ-৪ সাইজের অফসেট কাগজ), এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র এবং এসএসসির (মূল/সাময়িক) সনদপত্র, এইচএসসির মূল প্রশংসাপত্র, এইচএসসি এর মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত রেজিস্ট্রেশন কার্ড অনুষদ অফিসে জমা দিতে হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালিন সময়ে কলা অনুষদ-০৭২১-৭১১১৪৪, আইন অনুষদ-০৭২১-৭১১১৪৩, সমাজবিজ্ঞান অনুষদ-০৭২১-৭১১১৩০, বিজনেস স্টাডিজ অনুষদ-০৭২১-৭১১১২৯, বিজ্ঞান অনুষদ-০৭২১-৭১১১১৫, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ-০৭২১-৭১১১৫৭, কৃষি অনুষদ-০৭২১-৭১১১৪২, প্রকৌশল অনুষদ-০৭২১-৭১১১২৫-তে যোগাযোগ করা যাবে এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd এ পাওয়া যাবে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*