হতাশ হবার কথা নয়

By Sk Faruk Hossain

Updated on:

Advertisements

বাংলাদেশের শিক্ষব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে। সিলেবাস, শিখন পদ্ধতি আর পড়া আদায়ে নতুন নতুন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাক বা না থাক, শিক্ষককে সম্মান করুক বা না করুক, ক্লাসের পড়া নিয়মিত তৈরি করুক বা না করুক তাতে শিক্ষকদের কি? শিক্ষার্থীদের শারিরীক শাস্তি কোনরুপ নয়।

অথচ এমন এক সময় ছিলো যখন শিক্ষকদের বেতের আঘাতের ভয়ে ২০০ বার পড়ে পড়া তৈরি না হওয়া শিক্ষার্থীও ক্লাসে পড়া তৈরি করেই উপস্থিত থাকতো, নয়তো শিক্ষকের বেতের আঘাত বাধ্যতামূলক। সেদিন শিক্ষককে ভয় পেতো, সম্মান করতো আর মুরুব্বীদের সাথে নম্র-ভদ্র ব্যবহার করতো, যা আজ এই অভিনব শিক্ষা পদ্ধতির যাতাকলে পড়ে শিক্ষার্থীরা একেবারে ভুলেই গেছে। তবে কি  শিক্ষাব্যবস্থার সত্যিই উন্নতি হয়েছে ?

তাই বলে হতাশ হবার কথা নয়। নিশ্চয় একদিন সত্যিকার অর্থে শিক্ষার গুণগত মানে পরিবর্তন আসবে।

Leave a Comment