নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে “Know Your Market- Reach Your Target” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে “Know Your Market- Reach Your Target” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মো. শিহাব সিদ্দিকী, টিম লিডার, এইচ এন্ড এম, বাংলাদেশ লিঁয়াজো অফিস।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোশাররফ এম. হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হচ্ছে টেক্সটাইল। সামনের দিনে এ খাতে ক্যারিয়ার গঠনের বিশাল সুযোগ রয়েছে। এজন্য এ সুযোগকে কাজে লাগিয়ে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের সচেতনভাবে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের প্রকৌশলী জ্ঞান সমৃদ্ধি, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী শক্তি ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1531 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*