আগুন কি? বা আগুন কাহাকে বলে? প্রধানত আগুন কত প্রকার ও কিকি?

আগুন কি? বা আগুন কাহাকে বলে?

উঃ আগুন একটি রাসায়ণিক বিক্রিয়া। দাহ্যবস্তু, অক্সিজেন ও তাপ এই তিনটি উপাদানের সমন্বয়ে যে বিক্রিয়ার সৃষ্টি হয় সাধারনতঃ তাকেই আগুন বলে। যে কোন একটি উপাদানের কমতি থাকলে আগুনের সৃষ্টি কখনোই হবেনা।

আগুনের প্রকারভেদঃ
প্রধানত আগুন চার (04)প্রকার।
(ক) কঠিণ জাতীয় পদার্থের আগুন বা Solid Fire (খ) তরল জাতীয় পদার্থের আগুন বা Liquid Fire (গ) গ্যাসীয় পদার্থের আগুন বা Gases Fire (ঘ) ধাতব পদার্থের আগুন বা Metal Fire.

***নোট*** আজকে আমরা শুধু এই পর্যন্ত জানবো, পরবর্তীতে পর্যায়ক্রমে আমি বিশদ আলোচনা করব। যা থেকে অগ্নি দূর্ঘটনা হলে কিভাবে নিরাপদে ভবন ত্যাগ করবো বা আটকে পড়লে করণীয় ও বর্জণীয় সর্ম্পকে অবহিত হবো।





2 Comments

    • খুব সুন্ধর ভাবে উদযাপন করসেন,,, খুবই উপকৃত হলো যেন

Leave a Reply

Your email address will not be published.


*