নিশুতি রাতে বুনো কপোতীর মতো
আমিও কাঁদি মুখ লুকিয়ে।
আচ্ছা তুমি কি শুনতে পাও
আমার কান্নার শব্দ?
বাতাসে ঝরে পড়া গাছের
শুকনো পাতার মতে
আমার স্বপ্ন গুলো যেনো
জিবন থেকে হারিয়ে যায় অবিরত।
আচ্ছা তুমি আমার স্বপ্ন ভাঙার ব্যথা বুঝো?
যখন চারদিক বসন্ত রাঙা
আমার সবখানে তখন
শুধুই খরা বিরাজমান
আমি এপার ওপার খুঁজে হই সারা
এক ফোটা বৃষ্টির জন্য
কত প্রতীক্ষা কত প্রহর
কেটে যায় অবলীলায়।
আচ্ছা তুমি কি আমার
নষ্ট হওয়া কষ্ট প্রহরের অর্থ বুঝো?
বাতসে বাতাসে ভেসে যায়
আমার অশ্রু বিন্দু
শুকনো পাতার মর্মর ধ্বনিতে
হারিয়ে যায় আমার স্বপ্ন।
তুমি জানতেও পারবেনা কোনোদিন।
শুধু স্মৃতির দেয়ালে আঁচড়ে পড়ে
আমার বিক্ষত হৃদয়
নিরবতার মাঝে শুধু
প্রতিধ্বনিত হয় একটি চিৎকার
ফিরিয়ে দাও ভালোবাসা আমার।
Leave a Reply