মিনতি – হেদায়তুন সরকার হীরার কবিতা

মিনতি

হেদায়তুন সরকার হীরা

ও বাপু,চলছো কোথায়?
মেলায় যাচ্ছ বুঝি ?
আমিও মেলায় যাবো বলে
সকাল থেকে সাজি ।
তোমার সনে সঙ্গ দেব
যাবে নিয়ে আমায় ?
পথিমধ্যে লালন শাহ এর 
গান শোনাবো তোমায় ।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

আরো যদি শুনতে চাও
রবীন্দ্র সংগীত,
সাথে আরো শোনাবো তোমায় 
বিয়ে বাড়ির গীত ।

তবু আমায় নিয়ে চল
তোমার সনে মেলা,
কতো আর মিনতি করবো
ফুরিয়ে যাচ্ছে বেলা ।

সবাই চলছে মেলা দেখতে
বাবা কাকার সনে,
আমার বাবা ও নেই কাকাও নেই
তাই কষ্ট খুব মনে ।

আমার যদি বাবা থাকতো
যেতাম তার সাথে,
পুতুল খেলনা না কিনলেও
খুশি হতাম তাতে।

আমার জীবনি বলতে গেলে
ফুরিয়ে যাবে প্রহর,
তবুও কথা শেষ হবে না
ভাঙ্গবে কষ্টের নহর ।

আর মিনতি করবো না গো
যদি নিয়ে চলো,
চুপটি করে আর না থেকে
মুখটি খুলে বলো ।





About হেদায়তুন নাহার হীরা 2 Articles
আসলে আমি একজন ছাত্রী ,লেখা লিখির অভ্যাস টা ছোট থেকেই,মানে লিখতে ভালোবাসি । কবিতা,গল্প,উপন্যাস এসবই লিখি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*