স্বাধীন বাংলা – কাজী শফিকুল ইসলাম বিজয় এর কবিতা

Advertisements

তুলে মোদের চামড়া,
করেছে একুশে হামলা।
দিয়েছে র্উদু বানী,
মোরা কি তা মানিতে পারি?

জেগেছে ছাত্র জনতা,
এনেছে বাংলার স্বাধীনতা।
বাংলা মোদের আশা,
বাংলায় ভালোবাসা।

গাইছি দেশের গান,
জুড়ায় মোদের প্রাণ।

এই তো মোদের স্বাধীন বাংলা,
এই তো মোদের দেশ।
রক্ত দিয়ে বাংলা মোদের,
জয় করেছি বেশ।

Leave a Comment