অন্তিম যাত্রা – তাসলিমা জিন্নাত এর কবিতা

By তাসলিমা জিন্নাত

Published on:

Advertisements

আর কোনো অপেক্ষা নেই
এবার অনন্ত যাত্রা।
শুধু সফেদ চাদরে
আমাকে জড়িয়ে নেবো যতনে।

তোমার জন্য রেখে গেলাম
একটাই বার্তা—
ভালো থেকো, অনেক বেশি ভালো থেকো!

আক্ষেপ রেখো না মনে
কেনো বিদায় নিলাম গোপনে।

এ যাত্রা শুধুই আমার একান্ত আমারই
চাই না হোক সাথী কেউ এ পথের
আমি শুধুই সারথী আমার এ রথের।

যতটুকু দেনা ছিলো এ ধরা মাঝে
লেনদেন সব চুকিয়ে দিয়েছি
হিসেবের হালখাতাতে।

আমার হিসেবে শূণ্যতা নিলাম
তোমার হিসেবটা
ভালোবাসায় পূর্ণতা দিলাম।

এখন আর নেই কোনো অপেক্ষা
নেই কোনো পিছুটান,
হাতছানি নেই আর,
অন্তিম যাত্রার মাঝে
সব কিছুর অবসান।

Leave a Comment