স্বর্গ সুখে বাংলাদেশ- কাজী শফিকুল ইসলাম বিজয় এর কবিতা

Advertisements

জন্মভূমি মাগো তুমি,

করেছ মোরে মহান।

তোমার বুকে মাথা রাখা,

স্বর্গ সুখের সমান।

তোমাতে ঘুমায় শহীদ গাজী,

আজো তোমায় ভালোবাসি।

তুমি লাখো বাঙালীর সাধনা,

তুমি মোর আরাধনা

উঠবে আবার সবুজ পতাকা,

গাইব মোরা সোনার বাংলা।

তাইতো মোদের জেগেছে প্রাণ,

রাখিব মোরা বাংলার মান।

মাগো তোমার ছেলে জাগবে,

স্বপ্নের বাংলা গড়বে।

 

Leave a Comment