যে ২০ বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি বিলিয়নেয়ার হতে পারেন

Harvard-university-best-university-usa-ftrবিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেখান থেকে পাস করলে আপনার বিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সাম্প্রতিক এক সমীক্ষার ভিত্তিতে সাফল্যের পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে, এমটাই জানা গেছে। বিলিয়নিয়ার তৈরির কারখানা এ বিশ্ববিদ্যালয়গুলোর কথা এক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

বিশ্বে মাত্র ২ হাজার ৩২৫ জন বিলিয়নিয়ার বা ১০০ কোটি ডলারেরও বেশি অর্থমূল্যের সম্পদশালী রয়েছেন। জানা গেছে, তাদের মধ্যে শতকরা ৩৫ ভাগের গ্র্যাজুয়েশন ডিগ্রি নেই।

গবেষণা প্রতিষ্ঠান ওয়েল্থ-এক্স-এর বিলিয়নিয়ার সেন্সাস থেকে জানা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী শিক্ষার্থী গড়ার কারখানা হলো যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া। এ বিশ্ববিদ্যালয়টি থেকে পাস করা ২৫ জন বিলিয়নেয়ার রয়েছেন। এর পরের অবস্থান রয়েছে হাভার্ড (২২), ইয়েল ইউনিভার্সিটি (২০), ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (১৬), প্রিন্সটন ইউনিভার্সিটি (১৪), কর্নেল ইউনিভার্সিটি (১৪), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (১৪), ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (১২), ইউনিভার্সিটি অব মুম্বাই (১২), লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (১১)।

যে ২০ বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি বিলিয়নেয়ার হতে পারেন

প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বাদে সবগুলোই যুক্তরাষ্ট্রের। তবে তালিকার নবম অবস্থানে আছে ভারতের ইউনিভার্সিটি অব মুম্বাই। বিশ্ববিদ্যালয়টির ১২ জন শিক্ষার্থী পরবর্তীতে বিলিয়নিয়ার হয়েছে।

প্রথম ২০টি বিলিয়নিয়ার তৈরির কারখানা :

১. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র (২৫ জন)

২. হাভার্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (২২জন)

৩. ইয়েল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (২০জন),

৪. ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র (১৬জন)

৫. প্রিন্সটন ইউনিভার্সিটি (১৪জন)

৬. কর্নেল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (১৪জন)

৭. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (১৪জন)

৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, যুক্তরাষ্ট্র (১২জন)

৯. ইউনিভার্সিটি অব মুম্বাই, ভারত (১২জন)

১০. লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, যুক্তরাজ্য (১১জন)

১১. লমনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি, রাশিয়া (১১জন)

১২. ইউনিভার্সিটি অব টেক্সাস, যুক্তরাষ্ট্র (১০জন)

১৩. ডার্টমাউথ কলেজ, যুক্তরাষ্ট্র (১০জন)

১৪. ইউনিভার্সিটি অব মিশিগান, যুক্তরাষ্ট্র (১০জন)

১৫. নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (৯জন)

১৬. ডিউক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (৯জন)

১৭. কলম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (৮জন)

১৮. ব্রাউন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (৮জন)

১৯. ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, যুক্তরাষ্ট্র (৭জন)

২০. এথ জুরিক, সুইজারল্যান্ড (৬জন)

 





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*