সকল শিক্ষার্থীদের জন্য দেশসেরা শিক্ষামূলক ওয়েব সাইট দেখে নিন !

By Alamgir Kabir Samir

Updated on:

Advertisements

 সত্যি কথা বলতে আমাদের এই লেখাপড়াবিডি সাইট থাকতে অন্য কোন সাইটের প্রয়োজনীয়তা খুবই কম । তবে, একেক টা ওয়েবসাইট একেক টা ভিত্তির উপর জনপ্রিয় হয়ে ওঠে। আমাদের লেখাপড়াবিডি সাইট সর্বদিক দিয়ে সেরা হলেও বাংলাদেশে আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেসব ওয়েবসাইট সকল শ্রেণীর শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়।

আজ আমি আপনাদেরকে এমনই কিছু শিক্ষামুলক বাংলা ওয়েবসাইটের ঠিকানা দেবো যেগুলো থেকে আপনারা বিভিন্ন শ্রেণির বিষয়ভিত্তিক লেখাপড়া, পরীক্ষার সময়-সূচি,সাজেশন,ফলাফল সহ সাধারন জ্ঞান ও বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফলাফল-ভর্তি পরীক্ষার সময়-সূচি এবং নানারকম বিষয়ের কোর্স-টিউটোরিয়াল ইত্যাদি পাবেন (এককথায় শিক্ষা বিষয়ক সবকিছু)।

১. www.lekhaporabd.net

২.10minuteschool.com

৩. https://bangladeshresultbd.com

৪. www.shikkhok.com

৫. http://www.educatorbd.com

৬. http://www.jompesh.com

৭. http://www.ovidhan.org

৮. http://www.bdword.com

৯. http://www.educationboard.gov.bd

১০. http://www.mopme.gov.bd

১১. http://www.teachers.gov.bd

১২. http://www.educarnival.com

১৩. http://bcsgk.wordpress.com

১৪. https://edpdu.com/

১৫. https://edudaily24.com/

১৬. https://boibd.com

১৭. https://www.britishcouncil.org/

১৮. https://pipilika.com

আশা করি এ সাইটগুলো সবার কাজে লাগবে।
যেহেতু, এটি আমার প্রথম টিউন তাই কোনো ভুল হলে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন..।
আর অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, কিভাবে করলে আরো ভালো হবে।

( আপনাদের কাছে এমন আরো ওয়েবসাইটের ঠিকানা থাকলে জানাবেন, আমি আপডেট করে নেয়ার চেষ্টা করবো )

Leave a Comment