এসএসসি পরীক্ষা ২০১৯ এর বাংলা ১ম পত্র MCQ প্রশ্নের উত্তরমালা

২০১৯ সালের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র এমসিকিউ পরীক্ষার উত্তরমালা নিচে তুলে দেওয়া হলোঃ

এস.এস.সি. পরীক্ষা-২০১৯
বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

আরো দেখুনঃ এসএসসি ২০২৪ বাংলা ১ম পত্র mcq উত্তরমালা

১। ‘ঝর্ণার গান’ কবিতায় কে ভয় দেখায়?
উ: খ) ঝুম পাহাড়
২। ‘বহিপীর’ নাটকে “বইয়ের ভাষার মতো আর ভাষা নেই”-এটা কার উক্তি?
উ: গ) হাতেম আলীর
৩। উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন প্রবন্ধে পাওয়া যায়?
উ: গ) শিক্ষা ও মনুষ্যত্ব
৪। উদ্দীপকের ভাবটি নিচের কোন উক্তির জন্য প্রযোজ্য?
উ: খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
৫। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার কপাল ভাঙল?
উ: খ) সাকিনা বিবির
৬। “পীর সাহেবকে যা বলার আমিই বলব”-খোদেজার এরূপ উক্তিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: ক) সহানুভূতি
৭। উদ্দীপকের প্রথম চলণের ভাব “জীবন সঙ্গীত কবিতার কোন চরণটিতে প্রকাশ পায়?
উ: গ) আয়ু যেন শৈবালের নীর
৮। উদ্দীপকের মূলভাব যে দিক থেকে “জীবন সঙ্গীত” কবিতার মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ-
i. জীবনের ক্ষণস্থায়ী
ii. সময়ের কাজ সময়ে করা
iii. জ্ঞানীদের পথ অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
৯। ‘আমি কোন আগন্তুক নই’ কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী করেছেন?
উ: খ) পুকুর
১০। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?
উ: গ) অর্থপ্রাপ্তি
১১। “আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।”-এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয় বাণী দিল?
উ: খ) খাবারের
১২। “তারি সাথে বিরহী মায়ের একেলা পরান দোলে।”-এ চরণে ‘দোলে’ শব্দ দ্বারা পল্লি জননী কবিতায় বোঝান হয়েছে-
i. শংকা
ii. দোলা
iii. ভয়
নিচের কোনটি সঠিক?
উ: ঘ) i ও iii
১৩। উদ্দীপকের আমাদের মধ্যে ‘সুভা’ গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?
উ: ঘ) প্রতিবন্ধকতা
১৪। উদ্দীপকের আচমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
উ: ঘ) উৎকন্ঠা
১৫। ‘রানার’ কবিতায় রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উ: গ) সূর্য ওঠাকে
১৬। “আমি শোধ নিতে জানি”-এ বাক্যের বুধার কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
উ: গ) প্রতিবাদ
১৭। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় লোহার শ্রমিকরা কেন এসেছিল?
উ: ঘ) বঙ্গবন্ধুর বক্তব্য শুনতে
১৮। “সে আরেক আবর্জনা”-নিমগাছ গল্পে ‘আবর্জনা’ বলতে গল্পকার কী বোঝাতে চেয়েছেন?
উ: ঘ) জঞ্জাল
১৯। উপরিউক্ত চরণদ্বয়ের ভাবের সাথে কোন কবিতার মূরভাবের মিল লক্ষ করা যায়?
উ: ঘ) সাহসী জননী বাংলা
২০। দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কী করতে বলেছেন?
উ: ঘ) দেশ ত্যাগ করতে
২১। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে ‘আইন-ই-আকবরী’ কত বছর আগে রচিত হয়?
উ: ঘ) সাড়ে তিনশ’ বছর
২২। ‘মমতাদি’ গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙ্গুলের দাগ হয়েছিল?
উ: ক) অবনির
২৩। “অভাগীর স্বর্গ ” গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?
উ: ঘ) নাপতে বৌদি
২৪। “পল্লিসাহিত্য” প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংগঠিত গল্প কোনটি?
উ: ক) আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ
২৫। “উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধের ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা?
উ: ঘ) দশআনা
২৬। “চালা হাতুড়ি শাবল চালা”- ‘মানুষ’ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: খ) ধ্বংস
২৭। উদ্দীপকের ছগির মহাজনের শেষ সিদ্ধান্তটি বহিপীরের কো চারত্রিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ?
উ: ঘ) ধূর্ততা
২৮। উদ্দীপকের বদি মিয়ার মনোভাব যে দৃষ্টিকোণ থেকে হাতেম আলীর সাথে মিল রেয়েছে তা হলো-
i. মানবিকতা
ii. বিচক্ষণতা
iii. বদান্যতা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
২৯। বুধা কাকে ভিতুর ডিম বলেছিল?
উ: খ) রানিকে
৩০। “যেথায় লোকে তুচ্ছ নিয়ে
তুষ্ট থাকে ভাই।”- ‘আশা’ কবিতায় ‘তুচ্ছ’ শব্দ দ্বারা কী বোঝান হয়েছে?
উ: ঘ) সামান্য

ঢাকা বোর্ড – সেটঃ ঘ (আন্দিজ)

১. চর্যাপদের পাণ্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
গ__নেপাল থেকে।

২. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’কবিতায় ‘লাল সালু’ বেঁধে
কারা এসেছিল?
গ__শ্রমিক(লোহার শ্রমিক)

শফিক মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য একদিন রাজাকার সুরুজ আলি শফিককে ধরে……..
৩. উদ্দীপকের সুরুজ আলি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
ক__আহাদ মুন্সি(রাজাকার কমান্ডার)

৪. উদ্দীপকের শফিক ও কাকতাড়ুয়া উপন্যাসের বুধার মধ্যে প্রকাশ পেয়েছে__?
ঘ__দেশাত্মবোধ,সাহসিকতা,
প্রতিশোধস্পৃহা

৫. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে?
গ__রুস্তম শেখের

৬.  রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’__এখানে রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক__দুঃখের প্রহর

৭. আমি কি বকরী-ঈদের গরু ছাগল নাকি?___কথাটি কে বলেছিল?
গ__তাহেরা

৮. তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়েছিল?
ক__বিয়েতে মত না থাকায়

৯. আমি পালাব না, লড়াই করব’_উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে__
ঘ__অবাধ্যতা,আপসহীনতা,সাহসিকতা

১০. আমি কোনো আগন্তুক নই’__কবিতায় কবির সামনে কী?
ঘ__ধু ধু নদীর কিনার।

অষ্টম শ্রেণির ছাত্রী রাহেলার বিয়ে ঠিক হলে মেম্বার সাহেব বিয়ের ঘোর বিরোধিতা…..
১১. এখানে মেম্বার সাহেবের মানসিকতায় বহিপীর নাটকের কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়?
ঘ__হাশেম আলি

১২. আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে’___এ কথা দ্বারা কী বুঝানো হয়েছে?
ক__আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ

১৩. ‘তার স্বর একটু সতর্কতা মিশ্রিত’__এখানে কার স্বরের কথা বলেছে?
ঘ__দুর্গার

১৪. সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত____
ক__প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য।

১৫. ধরি মাছ না ছুঁই পানি’___এটি কী?
খ__প্রবাদ বাক্য

১৬. হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল___
এখানে ‘আঁধার ঘনাইয়া আসিল’ বলতে কী বুঝানো হয়েছে?
গ__শোক বিহ্বল হয়ে পড়া

১৭. ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে ‘রিক’ প্রকৃত শিক্ষা অর্জন করতে চায়।কিন্তু তার পিতা চান ছেলে কোন মতে…..
ক__উদ্দীপকের ‘রিকের’মানসিকতার সাথে ‘শিক্ষা ও মনু্ষ্যত্ব’প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো___
ক__অন্নচিন্তা থেকে মুক্তি পেতে চায়

১৮. উদ্দীপকের সামাদ সাহেবকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বলা যায়__?
ঘ__সবগুলো

১৯. আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহার সাথে সাদৃশ্য ছিল___
ঘ__আব্দুর রহমানের।

২০. যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান…….
ঘ___সবগুলো

২১. চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি___এখানে কোন মতের কথা বলা হয়েছে?
খ__মার্সিপিটিশন না করা

২২. মঙ্গলকাব্য’কোন যুগের সাহিত্যিক নিদর্শন?
গ__মধ্যযুগের

২৩. ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেললেন___কারণ?
ক__( I ii)

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই…..
২৪. উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’কবিতায় কোন দিকটি প্রকাশিত হয়েছে?
খ__স্মৃতিকাতরতা

২৫. জীবনসংগীত কবিতায় কবি মানব জীবনকে বৃথা বলতে চাননি।কারণ___
ঘ__সবগুলো

ক্যান্সারে আক্রান্ত সমরের অবস্থা…..
২৬. সমরের কথায় ‘পল্লিজননী’কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে?
গ__অন্যায় আবদার

২৭. উদ্দীপকে মা ও সমরের কথায় ‘পল্লিজননী’কবিতায় ফুটে উঠেছে___
খ__(I & iii)

২৮. আমারো ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে___কী জানতে পেরেছে?
ঘ__চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা।

২৯. ঝর্নার গান’কবিতায় বর্ণিত
‘ফটিক জল’কী?
খ__পাখি।

৩০. ‘সেই দিন এই মাঠ’কবিতার মূলভাব কী?
ঘ__প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী

 

বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

[২০১৮ সালের সিলেবাস অনুযায়ী]

সেট – ক

১। ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মীবাঁধা।’ — কে বলেছিল?

উত্তরঃ

২। ‘প্রাণ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তরঃ কড়ি ও কোমল।

৩। নিচের কোন বাক্যে সাম্প্রদায়িকতা প্রকাশ পেয়েছে?

i. দুলেল জাতের কাঠ কি হবে শুনি?

ii) সব ব্যাটারায় এখন বামুন কায়েত হতে চাই?

iii) এখানে একটু গোবর জল ছিটিয়ে দে

উত্তরঃ iii)

‘ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,

মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।’

৪। উদ্দীপকের উমর (রঃ) এর চরিতের কোন দিকটি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে বর্ণিত মহাত্মা গান্ধীর চরিত্রে বিশেষভাবে লক্ষণীয়?

(ক) উদার মনোভাব

(খ) বৈষম্যহীন মনোভাব

(গ) অসাম্প্রদায়িক মনোভাব

(ঘ) নিরহংকার মনোভাব

উত্তরঃ গ)

৫। উক্ত দিক বা গুন প্রতিষ্ঠিত হলে–

(ক) গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে

(খ) নেতৃত্বের আহ্বান সফল হবে

(গ) উপেক্ষিতরা জেগে উঠবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) ii ও iii

(গ) i ও iii     (ঘ) i, ii ও iii

উত্তরঃ খ)

৬। হাতেম আলির জমিদারি কোথায় ছিলো?

উত্তরঃ (ক) রেশমপুর

৭। ‘আমি যার তার কাছে হাত পাতি না।’ – বুধার একথায় কি প্রকাশ পেয়েছে?

(খ) আত্মসম্মান

৮।

৯। ‘গাঁয়ের লোক বলে ও পাগল হয় নি, শক্ত হয়ে গেছে’ – একথা দিয়ে কী বোঝানো হয়েছে?

(ক) শোকে পাথর হওয়া (খ) মানসিক দৃঢ়তা

(গ) কষ্ট সহিনষূতা     (ঘ) সাহসিকতা

১০। নিচের কোন বাক্যে স্মৃতিকথা প্রকাশ পেয়েছে?

প্রশ্নপত্রটি নিচে তুলে দেওয়া হলোঃ

যশোর বোর্ড
সেট – (ক)

উত্তরমালাঃ
1)=a, 2)= 3)=b, 4)=b,
5)=a, 6)= 7)= 8)=b,
9)=d, 10)=a, 11)=a,
12)=b, 13)=d, 14)=
15)=a, 16)= 17)=b,
18)= 19)=a, 20)=a,
21)=c, 22)=d, 23)=b,
24)=a, 25)=c, 26)=b,
27)=d, 28)=b, 29)=c,
30)=d.

চট্টগ্রাম বোর্ড

সেট – ক 
উত্তরমালাঃ

1)a 2)a
3)d 4)d
5)a 6)c
7)b 8)d
9)b 10)a
14)d 15)d
16)b 18)a
19)b 21)c
25)d 26)d
28)a 30)a

কুমিল্লা বোর্ড

সেট – (খ)

উত্তরমালাঃ

1)a 2)c 3)c
4)d 5)a 6)c
7)a 8)d 9)d
10)b 11)a 12)c
13)d 14)c 15)b
16) 17)d 18)c
19)b 20)a 21)b
22) 23) 24)d
27)b 28)a 29)c
30)a

গত বছরের উত্তরমালা নিচে দেওয়া হলোঃ

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

১. প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য কোনটি?
উত্তর: ক. রামায়ন
২. উদ্দীপকের নামের ধারাবাহিক পরিবর্তনটির সঙ্গে সম্পর্কযুক্ত-
উত্তর: ঘ. প্রাচীন ভারতীয় আর্যভাষা > মধ্যভারতীয় আর্যভাষা > বাংলা ভাষা, অবিধবা >অবিহবা > এয়ো, মৎস্য > মচ্ছ > মাছ
৩. উল্লিখিত পরিবর্তনটি বাংলা শব্দকে করেছে-
উত্তর: গ) উজ্জ্বল
৪. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?
উত্তর: ঘ) বুধা
৫. সামাজিক প্রথা অনুসারেই স্বামীর নাম কোনো নারী মুখে নেয় না।-এটি কার কথা?
উত্তর: খ) অন্নপূর্ণার
৬. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়- এরসঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা হচ্ছে-
উত্তর: গ) বিত্ত হতে চিত্ত বড়
৭. সেবার অলিপুরে যখন ওলা বিবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল তখন করিম হাজীই রক্ষা করেছিলেন গাঁটাকে- এখানে করিম হাজীকে তোমার পঠিত নাটকের কার প্রতিচ্ছবি বলা যায়?
উত্তর:গ) বহিপীরের
৮. সবাই যদি তোমার মত ভালোবাসত বাক্যটিতে প্রকাশ পেয়েছে মমতাদির-
উত্তর:গ) আক্ষেপ
৯. বাঙালি লাল রাজপথে কিসের ঠিকানা পেয়েছে?
উত্তর:গ) রাষ্ট্র ভাষার
১০. আমার শরীরে লেগে আছে, এই স্নিগ্ধ মাটির সুবাস।- এ পঙক্তিতে প্রকাশ পেয়েছে কবির-
উত্তর:খ) দেশপ্রেমের গভীরতা, জন্মূভূমির সঙ্গে একাত্মতা
১১. সিঁথির সিঁদুর মুছে গেল কার?
উত্তর:গ) হরিদাসীর
১২. দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে বর্ষণমুখর দিনে কী শিহরায়?
উত্তর:ক) অরণ্যের কেয়া
১৩. এমন ঝড় কখনো দেখিনি।- উক্তিটি কার?
উত্তর: ঘ) হাশেমের
১৪. কী দেখে পূজারী ভজনালয় খুলল?
উত্তর: ঘ) স্বপন
১৫. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে?
উত্তর: ঘ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
১৬. উদ্দীপক ও প্রবন্ধের ভাবগত ঐক্য-
উত্তর: গ) অসাম্প্রদায়িকতা, সাম্যবাদিতা
১৭. জামীর স্কুল খুলেছে কোন তারিখে?
উত্তর: ঘ) ০৯ মে, ১৯৭১
১৮. বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর- পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচেনা এবার আর।
উদ্ধৃতাংশের বাদশা বাবরের সঙ্গে মিল পাওয়া যায়-
উত্তর: ঘ) পলিস্নমায়ের
১৯. পালামৌ প্রবল শহর নহে, মাত্র একটি-
উত্তর: ক) প্রকান্ড পরগনা
২০. বুধাকে দেখে কুন্তির দৃষ্টি চকচক করে ওঠে কেন?
উত্তর: খ) খুশিতে
২১. প্রাণ কবিতায় কবি অমর হতে চেয়েছেন-
উত্তর: খ) মনজয়ী রচনা তৈরি করে
২২. জ্যৈষ্ঠ মাস কোন ঋতুর অন্তর্ভুক্ত?
উত্তর: গ) গ্রীষ্ম
২৩. মৃতের আগুন কোথায় চাপা পড়ে?
উত্তর: ক) বুকে
২৪. বাংলা সাহিত্যে ইংরেজি উপন্যাসের আদলে উপন্যাস রচনার সূত্রপাত ঘটে কখন?
উত্তর: ক) দেড়শ বছর আগে
২৫. পথ ওকে ডাকে- আয়। ও হেসে বলে, এইতো এসেছি। এখানে ওকে বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: খ) বুধা
২৬. আম-আঁটির ভেঁপু গল্পে টোল-খাওয়া ভেঁপু বাঁশিটার দাম কত?
উত্তর: ক) চার পয়সা
২৭. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনাটিকে ইঙ্গিত করছে?
উত্তর: খ) অভাগীর স্বর্গ
২৮. উক্ত রচনায় প্রকাশ পেয়েছে-
উত্তর: গ) সামনত্মবাদের নির্মম রূপ, নিম্নবিত্ত মানুষের জীবন
২৯. জীবন-সঙ্গীত কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন-
উত্তর: ঘ) ভয়ে ভীত হতে, সুখের আশা করতে, বৃথা জীবন ক্ষয় করতে
৩০. কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে কাকে বুঝানো হয়েছে?
উত্তর: ক) নদকে

সৌজন্যেঃ পড়লেখা বিডি

এস.এস.সি ২০১৯ – বাংলা ২য় পত্র MCQ উত্তরমালা





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*