এস.এস.সি. পরীক্ষা-২০১৯
বাংলা (আবশ্যিক) ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
চট্টগ্রাম বোর্ড
১। কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
উ: ক) ভ।
২। নিচের কোন বাক্যটিতে অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে?
উ: গ) ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন।
৩। সন্ধিতে ‘দ’ কিংবা ‘ধ’ এর পরে ‘স’ থাকলে ‘দ’ ও ‘ধ’ এর স্থলে কোন ধ্বনি হয়?
উ: খ) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি।
৪। ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উ: ঘ) আরবি।
৫। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
উ: ঘ) কমা।
৬। তৎসম শব্দে কোন বর্গীয় বর্ণেল সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
উ: ক) ত।
৭। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
উ: ক) কর্তৃবাচ্য।
৮। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
উ: গ) সাইরেন বেজে উঠল।
৯। কোন বাক্যে আপাদন কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে?
উ: খ) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?
১০। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে ‘অ’ বিবৃত হয়েছে কোনটিতে?
উ: ক/খ) বৈধতা/ কলম (বোর্ড বইয়ের ১৮ নং পৃষ্ঠা)
১১। বিষয়ক অর্থে ‘ষ্ণিক (ইক) প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
উ: ঘ) সাময়িক (সামরিক) (বোর্ড বইয়ের ৯৩ নং পৃষ্ঠা)
১২। যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
উ: খ) চুপচাপ।
১৩। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
উ: খ) ক্রিয়া ও সর্বনাম পদের।
১৪। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি?
উ: ক) তেসরা।
১৫। দুমড়া, মুচড়া-কোন আদিগণের অন্তর্ভুক্ত?
উ: ঘ) উল্টা।
১৬। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথ ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়?
উ: খ) খ) ষষ্ঠী তৎপুরুষ।
১৭। ‘যা চিন্তা করা যায় না’-এক কথায় কী হবে?
উ: গ) অচিন্ত্য।
১৮। ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কালের?
উ: ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
১৯। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’-এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থ প্রকাশ করছে?
উ: ক) নিরর্থকতা।
২০। ‘কেতা দুরস্ত’ বাগধারাটির অথর্খ কী?
উ: খ) পরিপাটি।
২১। কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
উ: গ) মেছো।
২২। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
উ: ক) হ, আছ।
২৩। বিশেষণ গঠনে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়?
উ: ঘ) আই।
২৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উ: ঘ) নিরানব্বই।
২৫। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
উ: গ) বিষমীভবন।
২৬। ‘খাসমহল’ শব্দের ‘খাস’ কোন ধরনের উপসর্গ?
উ: ক) আরবি।
২৭। ‘উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না’-বাক্যটি-
উ: খ) যৌগিক বাক্য।
২৮। ‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?
উ: ঘ) কেহ।
২৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
উ: ক) অর্ধাঙ্গিনী।
৩০। ‘আগুন’ এর প্রতিশব্দ কোনটি?
উ: ঘ) হুতাশন।
ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান জানতে নিচের ভিডিওটি দেখোঃ
(ঢাকা বোর্ড) – ঘ সেট
০১) “ধাতুরগণ ঠিক” করতে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হয়?
খ(দুইটি বিষয়)
০২) বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য
সু-শৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
গ(আসত্তি)
০৩) কোনটি সমধাতুজ কর্মের প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
ঘ(বেশ এক ঘুম ঘুমিয়েছি)
০৪) ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ঘ(৬ষ্ঠী ও ২য়া)
০৫) “ক্রেতা”এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
খ(কী+তৃচ্)
০৬) ভাষার মূল উপকরণ কী?
গ(বাক্য) মূল উপাদান ধ্বনি।
০৭) “পাউরুটি,বালতি”কোন ভাষার শব্দ?
খ(পর্তুগিজ)
০৮) কোন ধ্বনি উচ্চারণ গাম্ভির্যহীন ও মৃদু হয়?
ক(অঘোষ ধ্বনি)
০৯) সন্ধিতে ‘চ’ ও ‘জ’ এর পরে নাসিক্য ধ্বনি কী হয়?
ঘ(তালব্য হয়,যেমন রাজ্+নী=রাজ্ঞী)
১০) কোনটি সাধিত বিশেষ নিয়মে বহুবচনের উদাহরণ?
খ(সকলে সব জানে না)
১১) একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বাচক সংখ্যা বলে?
গ(পরিমাণ বা গণনাবাচক সংখ্যা)
১২) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ঘ(অন্তরীপ=অন্তর্গত অব যার)
১৩) ‘নিদাঘ’ শব্দের “নি” উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক(আতিশয্য)
১৪) অজ্ঞাতমূল ধাতু কোনটি?
গ(হের) হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে।
১৫) কোনটি উপাদান বাচক নাম বিশেষণ?
ঘ(পাথুরে মূর্তি)
১৬) ইস্,ঠাণ্ডা যেন বরফ–কোন অর্থে অব্যয়ের প্রয়োগ ঘটেছে?
ক(তুলনা অর্থে)
১৭) আজ যদি সুমন আসতো, কেমন মজা হতো। কোন কালের উদাহরণ?
খ(নিত্যবৃত্ত অতীত)
১৮) সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি?
গ(____ও)
১৯) কোনটি বিশেষ্যের পূর্বে বসে?
ক(বিধেয় বিশেষণ)
২০) কোনটি কর্ম সমন্ধের উদাহরণ?
খ(প্রভুর সেবা)
২১) পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?
ক(অন্তর্হতি–ফাল্গুন-ফাগুন)
২৩) সকলের জন্য প্রযোজ্য এক কথায় কী?
ঘ(সর্বজনীন)
সকলের জন্য কল্যাণকর–সার্বজনীন
২৪) নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
খ(রাজপুত)
২৫) তার বয়স হলেও বুদ্ধি হয়নি”কোন ধরনের বাক্য?
সরল বাক্য
২৬) একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
খ(কোলন)
২৭) কাজটা ভালো দেখায় না—কোন বাচ্যের উদাহরণ?
খ(ভাববাচ্য)
২৮) “ভূত” শব্দের বিপরীত শব্দ কোনটি
খ(ভবিষ্যৎ)
২৯) “খণ্ড প্রলয়”বাগধারাটির অর্থ কী?
ঘ(ভীষণ ব্যাপার বা তুমুল কাণ্ড)
৩০) নিমেষ’মাঝেই সব শেষ, ___এ বাক্যে
কোন অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
ক(ক্ষণকাল
তোমরা চাইলে এখান থেকে গত বছরের উত্তরমালা দেখে নিতে পারো।
এস.এস.সি. পরীক্ষা-২০১৮
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. আধুনিক বাংলায় ম্-এর পর কণ্ঠ্য বর্গীয় ধ্বনি থাকলে ম্ স্থানে ঙ না হয়ে কোনটি হয়?
উত্তর: (গ) ং
২. কোনটি সংযোগ জ্ঞাপক সর্বনাম?
উত্তর: (খ) যারা
৩. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ষ’ ব্যবহৃত হয়েছে?
উত্তর: (ঘ) ভাষা
৪. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে- এটি কোন ধরনের বাক্য?
উত্তর: (ক) মিশ্র বাক্য
৫. নামিল নভে বাদল ছল বেদনায়।- বাক্যটিতে দ্বিরুক্ত শব্দ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (গ) বিশেষণ
৬. পাতিসনে শিলাতলে পদ্ম পাতা- এখানে কী অর্থে অনুজ্ঞা ব্যবহার হয়েছে?
উত্তর: (খ) উপদেশ
৭. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
উত্তর: (গ) চার
৮. যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে বলে-
উত্তর: (গ) কর্মবাচ্য
৯. নিচের কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে?
উত্তর: (ঘ) গোটা
১০. ধাতুর রূপ ঠিক করতে কয়টি বিষয় লক্ষ রাখতে হয়?
উত্তর: (ক) দুটি
১১. জগতে কীর্তিমান হয় সাধনায়- এখানে সাধনায় কোন কারকের উদাহরণ?
উত্তর: (গ) করণ
১২. নিচের কোন সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়?
উত্তর: (ঘ) কর্মধারয়
১৩. উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য কোন শব্দের পরিবর্তন করতে হয়?
উত্তর: (গ) সর্বনাম
১৪. বাইশা শব্দে কী অর্থে আ-প্রত্যয় যুক্ত হয়েছে?
উত্তর: (গ) সমষ্টি
১৫. বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?- এখানে বিনে কী অর্থ প্রকাশ করছে?
উত্তর: (খ) ব্যতিরেকে
১৬. অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: (ক) পানি
১৭. বাক্যে কারক-বিভক্তিযুক
উত্তর: (ক) বিশেষ্যের পূর্বে
১৮. নিচের কোনটি রুঢ়ি শব্দ?
উত্তর: (ঘ) প্রবীণ
১৯. ওষুধে গুণ করেছে- এখানে গুণ কী অর্থ প্রকাশ করছে?
উত্তর: (ক) ধর্ম
২০. যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত তাকে বলা হয়-
উত্তর: (গ) ব্রাহ্মী লিপি
২১. চৌঠা কোন ধরনের শব্দ?
উত্তর: (গ) তারিখ বাচক
২২. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
উত্তর: (খ) বিষমীভবন
২৩. যা কখনো নষ্ট হয় না- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তর: (ঘ) অবিনশ^র
২৪. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
উত্তর: (ক) কোলন
২৫. বৃষ্টি আসে আসুক- বাক্যের ক্রিয়া পদটি কোন ভাব প্রকাশ করে?
উত্তর: (গ) আকাক্সক্ষা
২৬. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে- বাক্যটি কোন কালের?
উত্তর: (খ) পুরাঘটিত বর্তমান
২৭. কাটিতে কাটিতে ধান এলো বরষা- এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (ঘ) নিরন্তরতা
২৮. দফতর কোন ভাষা থেকে আগত?
উত্তর: (ক) ফারসি
২৯. নিচের কোনটি নিত্য পুরুষ বাচক শব্দ?
উত্তর: (ঘ) ঢাকী
৩০. পরীক্ষায় সফল হও। এটি কোন ধরনের বাক্য?
উত্তর: (ক) ইচ্ছাসূচক
সৌজন্যেঃ পড়ালেখা বিডি
এসএসসি পরীক্ষা ২০১৯ এর বাংলা ১ম পত্র MCQ প্রশ্নের উত্তরমালা
Leave a Reply