?মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে,
সুনামগঞ্জ ডট কম ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে,
★অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০১৯★
প্রশ্নঃ-
১। কত সালে ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃত দেয়?
২। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” এ গানের ১ম সুরকার কে?
৩। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে?
৪। সবচেয়ে কম বয়সী ভাষা শহীদের নাম কি?
৫।ভাষা আন্দোলনের মুখপত্রের নাম কি?
৬।একুশে ফেব্রুয়ারির চেতনা কী ?
৭। ২১ শে ফেব্রুয়ারি,১৯৫২ বাংলা সন কত ছিল ?
৮। ১৯৫৬ সালের সংবিধানের কত নং অনুচ্ছেদে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়?
৯। বাংলাদেশ ব্যতীত কোন দেশ বাংলাকে মাতৃভাষার মর্যাদা দিয়েছে?
১০। ভাষা আন্দোলনের সময় কত শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা?
১১। সুনামগঞ্জে কতটি কমিউনিটি ক্লিনিক রয়েছে ?
১২। সুনামগঞ্জ জেলায় কত সালে ভয়াবহ ভূমিকম্প হয়?
১৩। সুনামগঞ্জ জেলার পূর্ব নাম কি?
১৪।সুনামগঞ্জ জেলা কতটি ,উপজেলা,থানা,ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত?
১৫। সুনামগঞ্জ জেলার প্রথম মহকুমা প্রশাসক কে ছিলেন?
১৬। স্বাধীনতাযুদ্ধে সুনামগঞ্জ জেলা কত নং সেক্টরে ছিল?
১৭। সুনামগঞ্জ জেলার প্রথম হাই স্কুলের নাম কি?
১৮। ক্যান্সার শনাক্তকরণ যন্ত্রের উদ্ভাবক অস্ট্রেলিয়ায় বসবাসরত সুনামগঞ্জের তরুণের নাম কি?
১৯।রামসা ঘোষণাভুক্ত হাওর কোনটি?
২০। সুনামগঞ্জ জেলার কোন স্থান সুইজারল্যান্ড নামে খ্যাত?
২১। মহাকবি সঞ্জয় সুনামগঞ্জের কোথায় জন্ম গ্রহন করেন?
★উওর জমা দিন আমাদের মেসেঞ্জারেঃ-
?Abdus Samad Afindi Nahid
? আবু তালহা বিন মনির
★নিয়মাবলীঃঃ-
✅ফেইক আইডি থেকে উওর দিলে বাতিল বলে গণ্য হবে।
✅একই আইডি থেকে দুইবার উওর দিলে বাতিল বলে গণ্য হবে।
✅সঠিক উওর দাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
✅আপনার পুরস্কারটি কুরিয়ার এর মাধ্যমে পাঠানো হবে।
✅ ২১শে ফেব্রুয়ারি উওর সহ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
✅জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত।
✅যদি একাধিক উত্তর দাতার উত্তর সঠিক হয় তখন-লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হবে।
★বিজয়ী হওয়া বড় কথা নয় অংশগ্রহণেই বড়★
✅বিঃদ্রঃ(উওর পত্রের সাথে আপনার নাম,গ্রাম,উপজেলা,জেলা ও মোবাইল নাম্বার দিতে হবে)
ফেইসবুকে
Abdus Samad Afindi Nahid
Leave a Reply