আসছে আসুস ক্রোমবুক ফ্লিপ সি৪৩৪

তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস তাদের নতুন ক্রোমবুক উন্মোচনের ঘোষণা দিয়েছে। এর মডেল হলো আসুস ক্রোমবুক ফ্লিপ সি৪৩৪। সিইএসে এটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

এতে থাকছে ১৪ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। এটি ৩৬০ ডিগ্রী ডিসপ্লে তাই আপনি ফ্লিপ করে তা বড় টার্চস্কিন ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে পারবেন।

এটিতে ইন্টেল কোর আই৭-৮৫০০ওয়াই প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার র‍্যাম ৮ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এতে অ‍্যান্ড্রয়েড  অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়া এটিতে ইন্টেল ৮ম প্রজন্মের প্রজন্মের বিকল্প সংস্করণ রয়েছেঃ

  • ইন্টেল কোর আই এম৩-৮১০০ওয়াই (৩.৪ গিগাহার্জ)
  • ইন্টেল কোর আই৫-৮২০০ওয়াই (৩.৯ গিগাহার্জ)
  • ইন্টেল কোর আই৭-৮৫০০ওয়াই (৪.২ গিগাহার্জ)

এতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি ৪৮ ওয়াট কিন্তু একবার চার্জে কতক্ষণ চলবে তা আসুস জানায়নি।

৩.৩ পাউন্ড ওজনের ডিভাইসটির মূল্য ৫৬৯ মার্কিন ডলার হতে পারে। তবে এটি কবে উন্মোচিত হবে তা আসুস এখনো জানায়নি। তবে ধারণা করা হচ্ছে তা আগামী মাসে আসতে পারে।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*