সহজে মাদ্রাসা শিক্ষা বোর্ড এর মার্কশীটসহ জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ জানবেন যেভাবে

By আল মামুন মুন্না

Updated on:

Advertisements

৩১/১২/২০১৯ তারিখ বেলা ১২:০০ টায় একযোগে বিভিন্ন বোর্ড এর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ২০১৯ সালের জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে প্রকাশ হওয়ার পর থেকে সহজে মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ফলাফল পাবেনঃMadrasa Board

অনলাইনে সহজে মাদ্রাসা শিক্ষা বোর্ড এর জেডিসি পরীক্ষার ফলাফল জানার উপায়ঃ অনলাইনে ফলাফল প্রকাশের পর সবাই www.educationboardresults.gov.bd সাইটে ফলাফল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। ফলে ভিজিটর এর চাপ সামলাতে না পারায় ঐ সাইটে ঢুকে ফলাফল দেখা কঠিন হয়ে পড়ে। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীদের জন্য সুখবর হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একই সময় ফলাফল প্রকাশ করে থাকে। ফলে অনেকটা ঝামেলা ছাড়াই সেখান থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আলিম পরীক্ষার ফলাফল জানা যাবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড এর জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ দেখুন এখান থেকে

JDC result 2019

অন্যান্য বোর্ড এর ফলাফল সহজে দেখার টিপস পাবেন এই লিঙ্কে।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার উপায়ঃ যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ফল পেতে মেসেজ অপশনে গিয়ে JDC লিখে স্পেস দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর (MAD) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: JDC MAD 123456 2018

পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

পরিসংখ্যানঃ

পরীক্ষার্থীর সংখ্যঃ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে – জন।

পাশের হারঃ পাস করেছে – জন। পাশের হার – শতাংশ। গত বছরে পাশের হার ছিল – শতাংশ। এ বছর মাদ্রাসা বোর্ডে পাসের হার – শতাংশ।

জিপিএ ৫ঃ আলিম পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে – শিক্ষার্থী।

একনজরে পরিসংখ্যানঃ

পরীক্ষার্থীর সংখ্যাঃ 

পাশের হারঃ 

জিপিএ ৫ঃ

Leave a Comment