৩১/১২/২০১৯ তারিখ বেলা ১২:০০ টায় একযোগে বিভিন্ন বোর্ড এর পাশাপাশি সিলেট বোর্ডের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে প্রকাশ হওয়ার পর থেকে সহজে সিলেট বোর্ড এর ফলাফল জানতে পারবেন।
অনলাইনে সহজে সিলেট বোর্ড এর ফলাফল জানার উপায়ঃ অনলাইনে ফলাফল প্রকাশের পর সবাই www.educationboardresults.gov.bd সাইটে ফলাফল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। ফলে ভিজিটর এর চাপ সামলাতে না পারায় ঐ সাইটে ঢুকে ফলাফল দেখা কঠিন হয়ে পড়ে। কিন্তু সিলেট বোর্ড এর শিক্ষার্থীদের জন্য সুখবর হলো সিলেট বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একই সময় ফলাফল প্রকাশ করে থাকে। ফলে অনেকটা ঝামেলা ছাড়াই সিলেট বোর্ড এর ফলাফল জানা যাবে।
সিলেট বোর্ড এর এইচএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ দেখুন এখান থেকে
অন্যান্য বোর্ড এর ফলাফল সহজে দেখার টিপস পাবেন এই লিঙ্কে।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার উপায়ঃ যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে সিলেট বোর্ড এর ফল পেতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে সিলেট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর (SYL) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: JSC SYL 123456 2019
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
সিলেট বোর্ডের জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তি
পরিসংখ্যানঃ
পরীক্ষার্থীর সংখ্যাঃ সিলেট বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেছে – জন।
পাশের হারঃ গত বছর এই বোর্ডে পাশের হার ছিল -, এবার তা কমে দাঁড়িয়েছে – শতাংশে।
জিপিএ ৫ঃ জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা – জন। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে – শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে – ও মেয়ে – জন।
একনজরে পরিসংখ্যানঃ
পরীক্ষার্থীর সংখ্যাঃ –
পাশের হারঃ –
জিপিএ ৫ঃ –
Leave a Reply