ণ-ত্ব ও ষ-ত্ব বিধান- বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ দুটি বিষয়

ণ-ত্ব ও ষ-ত্ব বিধানঃ আমরা কথা বলার সময় প্রায়ই একে অন্যকে বলে থাকি তোর তো ণ-ত্ব ষ-ত্ব জ্ঞানই নেই।যদিও কথাটা প্রবচন হিসেবে ব্যবহৃত হয় তবুও সত্যি কথা বলতে কি, খুব কম মানুষেরই ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান সম্পর্কে সঠিক জ্ঞান থাকে।

আজকে আমরা এই বিষয়ে লিখিত আলোচনা এবং ভিডিও আকারে আলোচনা দেখবো। আশা করি বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের খুব উপকার হবে।

উল্লেখ্য, শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান খাটে অন্য কোন শব্দের ক্ষেত্রে খাটে না।
ণ-ত্ব বিধানঃ

বাংলা শব্দে ‘ণ’ ব্যাবহারের নিয়মই ণ-ত্ব বিধান। চলুন নিচের ভিডিওটি দেখা যাক-

https://www.youtube.com/watch?v=RurdOhPK5q4


খুব সংক্ষেপে যদি বলি-

  • ট বর্গীয় ধ্বনির সাথে যুক্তবর্ণে
  • ঋ, র, ষ এর পরে
  • ঋ, র, ষ এর পরে ষ, য়, ব, হ , ং এবং ক বা, প বর্গীয় ধ্বনি থাকলে

এরপর ণ বসে।

ষ-ত্ব বিধানঃ

বাংলা শব্দে মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান। চলুন ভিডিওতে বিস্তারিত দেখি-

https://www.youtube.com/watch?v=io9UAIiKHw8


সংক্ষেপে বলতে গেলে-

  • ক,র এবং অ, আ ভিন্ন স্বরধ্বনি থাকলে
  • ই কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর
  • ঋ, র এর পরে
  • ট ও ঠ এর সাথে যুক্ত হলে

বিদেশী শব্দ বা, সংস্কৃত সাৎ প্রত্যয়যুক্ত শব্দে ষ বসে না। 

উদাহরণগুলো আপাতত দিলাম না, ভিডিওতে দেয়া আছে, দেখে নেবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।

কৃতজ্ঞতা স্বীকারঃ  বাংলা ব্যাকরণ- নবম ও দশম শ্রেণী (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত)

লেখাটি পূর্বে প্রকাশিতঃ https://www.tutorialsbangla.com/2018/09/notto-bidhan-o-sotto-bidhan.html





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*