এমপিওভুক্তির আবেদন ৫-২০ অগাস্ট

নতুন করে বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করতে আগামী ৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত আবেদন জমা নেবে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার এক আদেশে এই তথ্য জানিয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অথবা ব্যানবেইসের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ট্যাবে ক্লিক করে এমপিওভুক্তির জন্য আবেদন করা যাবে। হার্ডকপির মাধ্যমে কোনো আবেদন দাখিল করা যাবে না।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং এ পদ্ধতিতে নির্দিষ্ট নির্দেশকের ভিত্তিতে এমপিওপ্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।”

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে কোনো প্রকার তদবিরের মাধ্যমে প্রভাবিত করার সুযোগ নেই বলেও আদেশে সতর্ক করা হয়।

বাজেটে বরাদ্দ না মেলায় দীর্ঘ দিন ধরে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি আটকে ছিল। এ নিয়ে শিক্ষামন্ত্রীকে সংসদে বেশ কয়েক দফা এমপিদের তোপের মুখে পড়তে হয়।

চলতি অর্থবছরের বাজেটে কয়েকটি শর্ত দিয়ে এমপিওখাতে বরাদ্দ রাখা হবে বলে বাজেটের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিলেও বাজেটে এই খাতে তিনি কোনো বরাদ্দ রাখেননি।

বাজেট ঘোষণার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা এমপিও দাবিতে আন্দোলনে নামলে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়।

সূত্রঃ বিডি নিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*