![Begum_Rokeya-University](https://lekhaporabd.net/wp-content/uploads/2018/09/Begum_Rokeya-University.jpg)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
গত ৪ জুলাই অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫-২৯ নভেম্বর তারিখে নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ কর্তৃক প্রেরিত চিঠিতে অনুরোধের আলোকে ২৯ জুলাই ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়।
আবেদনের সময়সীমাঃ ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।
বেরোবির আবেদনের যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন করতে ভিজিট করুনঃ brur.teletalk.com.bd
ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুনঃ brur.ac.bd
প্রবেশপত্র ডাউনলোডঃ প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা পরবর্তীতে ঘোষণা করা হবে। ভর্তি ইচ্ছুকরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রবেশ পত্র ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস
Unit | Date | Time Schedule | |||
Shift-1 | Shift-2 | Shift-3 | Shift-4 | ||
A | 02 December 2018 | 9:00 am – 10:00 am | 11:00 am – 12:00 pm | 1:30 pm – 2:30 pm | 3:30 pm – 4:30pm |
B | 03 December 2018 | 9:00 am – 10:00 am | 11:00 am – 12:00 pm | 1:30 pm – 2:30 pm | 3:30 pm – 4:30pm |
C | 04 December 2018 | 9:00 am – 10:00 am | 11:00 am – 12:00 pm | ||
F | 1:30 pm – 2:30 pm | 3:30 pm – 4:30pm | |||
D | 05 December 2018 | 9:00 am – 10:00 am | 11:00 am – 12:00 pm | ||
E | 1:30 pm – 2:30 pm | 3:30 pm – 4:30pm |
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি তেও পাওয়া যাবে।
আরো দেখুনঃ বেরোবিতে ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বেন ৫৪ শিক্ষার্থী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানে
Leave a Reply