এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাস করেছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী, যা গড়ে ৭৩.৯৩ শতাংশ। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।
এর মধ্যে এইচএসসিতে আট সাধারণ শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন।
মাদ্রাসা বোর্ডে এবার পাস করেছে ৮৮ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ২৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।
আর কারিগরি ও ভোকেশনাল বোর্ডে পাসের হার এবার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর ৯০৯টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে।
বিভিন্ন বোর্ডের পাসের হার এবং জিপিএ ৫ এর সংখ্যা নিচে তুলে দেওয়া হলোঃ
বোর্ড |
পাসের হার (%) |
জিপিএ-৫ (জন) |
পাসের হার (%) |
জিপিএ-৫ (জন) |
|
২০১৯ |
২০১৮ |
||
ঢাকা |
৭১.০৯ |
১৮,১৮৭ |
৬৬.১৩ |
১২,৯৩৮ |
রাজশাহী |
৭৬.৩৮ |
৬,৭২৯ |
৬৬.৫১ |
৪,১৩৮ |
কুমিল্লা |
৭৭.৭৪ |
২,৩৭৫ |
৬৫.৪২ |
৯৪৪ |
যশোর |
৭৫.৬৫ |
৫,৩১২ |
৬০.৪০ |
২,০৮৯ |
চট্টগ্রাম |
৬২.১৯ |
২,৮৬০ |
৬২.৭৩ |
১,৬১৩ |
বরিশাল |
৭০.৬৫ |
১,২০১ |
৭০.৫৫ |
৬৭০ |
সিলেট |
৬৭.০৫ |
১,০৯৪ |
৬২.১১ |
৮৭৩ |
দিনাজপুর |
৭১.৭৮ |
৪,০৪৯ |
৬০.২১ |
২,২৯৭ |
মাদ্রাসা |
৮৬.৫৬ |
২,২৪৩ |
৭৮.৬৭ |
১,২৪৪ |
কারিগরি |
৮২.৬২ |
৩,২৩৬ |
৭৫.৫০ |
২,৪৫৬ |
ডিআইবিএস (ঢাকা) |
৬০.০০ |
০০ |
৮৭.৮২ |
০০ |
মোট |
৭৩.৯৩ |
৪৭,২৮৬ |
৬৬.৬৪ |
২৯,২৬২ |
ঢাকা বোর্ডে পাশের হার: ৭১.০৯%। জিপিএ-৫ পেয়েছে ১৮,১৮৭ শিক্ষার্থী।
রাজশাহী বোর্ড পাশের হার: ৭৬.৩৮%। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬,৭২৯ শিক্ষার্থী।
দিনাজপুর বোর্ডে পাশের হার: ৭১.৭৮%। জিপিএ-৫ পেয়েছে ৪,০৪৯ শিক্ষার্থী।
যশোর বোর্ডে পাশের হার: ৭৫.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ৫,৩১২ শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে পাশের হার: ৬২.১৯%। জিপিএ-৫ পেয়েছে ২,৮৬০ শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে পাশের হার: ৭৭.৭৪%। জিপিএ-৫ পেয়েছে ২,৩৭৫ শিক্ষার্থী।
বরিশাল বোর্ডে পাশের হার: ৭০.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ১,২০১শিক্ষার্থী।
সিলেট বোর্ডে পাশের হার: ৬৭.০৫%। জিপিএ-৫ পেয়েছে ১,০৯৪ শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা পাশের হার: ৮২.৬২%। জিপিএ -৫ পেয়েছে ৩,২৩৬ শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডে পাশের হার: ৮৬.৫৬%। জিপিএ-৫ পেয়েছে ৩,২৩৬ শিক্ষার্থী।
Leave a Reply