বিভিন্ন বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ -এ পাসের হার এবং জিপিএ ৫ এর সংখ্যা জেনে নিন

Advertisements

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাস করেছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী, যা গড়ে ৭৩.৯৩ শতাংশ। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।

এর মধ্যে এইচএসসিতে আট সাধারণ শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন।

মাদ্রাসা বোর্ডে এবার পাস করেছে ৮৮ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ২৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।

আর কারিগরি ও ভোকেশনাল বোর্ডে পাসের হার এবার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর ৯০৯টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে।

বিভিন্ন বোর্ডের পাসের হার এবং জিপিএ ৫ এর সংখ্যা নিচে তুলে দেওয়া হলোঃ

বোর্ড

পাসের হার (%)

জিপিএ-৫ (জন)

পাসের হার (%)

জিপিএ-৫ (জন)

 

২০১৯

২০১৮

ঢাকা

৭১.০৯

১৮,১৮৭

৬৬.১৩

১২,৯৩৮

রাজশাহী

৭৬.৩৮

৬,৭২৯

৬৬.৫১

৪,১৩৮

কুমিল্লা

৭৭.৭৪

২,৩৭৫

৬৫.৪২

৯৪৪

যশোর

৭৫.৬৫

৫,৩১২

৬০.৪০

২,০৮৯

চট্টগ্রাম

৬২.১৯

২,৮৬০

৬২.৭৩

১,৬১৩

বরিশাল

৭০.৬৫

১,২০১

৭০.৫৫

৬৭০

সিলেট

৬৭.০৫

১,০৯৪

৬২.১১

৮৭৩

দিনাজপুর

৭১.৭৮

৪,০৪৯

৬০.২১

২,২৯৭

মাদ্রাসা

৮৬.৫৬

২,২৪৩

৭৮.৬৭

১,২৪৪

কারিগরি

৮২.৬২

৩,২৩৬

৭৫.৫০

২,৪৫৬

ডিআইবিএস (ঢাকা)

৬০.০০

০০

৮৭.৮২

০০

মোট

৭৩.৯৩

৪৭,২৮৬

৬৬.৬৪

২৯,২৬২

 

ঢাকা বোর্ডে পাশের হার: ৭১.০৯%। জিপিএ-৫ পেয়েছে ১৮,১৮৭ শিক্ষার্থী।

রাজশাহী বোর্ড পাশের হার: ৭৬.৩৮%। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬,৭২৯ শিক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে পাশের হার: ৭১.৭৮%। জিপিএ-৫ পেয়েছে ৪,০৪৯ শিক্ষার্থী।

যশোর বোর্ডে পাশের হার: ৭৫.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ৫,৩১২ শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাশের হার: ৬২.১৯%। জিপিএ-৫ পেয়েছে ২,৮৬০ শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে পাশের হার: ৭৭.৭৪%। জিপিএ-৫ পেয়েছে ২,৩৭৫ শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাশের হার: ৭০.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ১,২০১শিক্ষার্থী।

সিলেট বোর্ডে পাশের হার: ৬৭.০৫%। জিপিএ-৫ পেয়েছে ১,০৯৪ শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা পাশের হার: ৮২.৬২%। জিপিএ -৫ পেয়েছে ৩,২৩৬ শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডে পাশের হার: ৮৬.৫৬%। জিপিএ-৫ পেয়েছে ৩,২৩৬ শিক্ষার্থী।

Leave a Comment