জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা ৯ আগষ্ট ২০১৮ তারিখ প্রকাশ হবে। উক্ত ফলাফল নির্ধারিত দিনে বিকাল ৪টার পর প্রথমে SMS এর মাধ্যমে এবং রাত ৯ টার পর অনলাইনেও প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়।
২য় রিলিজ স্লিপের মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ০৯-০৮-২০১৮ থেকে ১৩-০৮-২০১৮ তারিখ পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ১১-০৮-২০১৮ থেকে ১৪-০৮-২০১৮ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ চূড়ান্ত ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা প্রথমে এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। উল্লেখিত দিনে বিকাল ৪ টার পর উক্ত ফলাফল এসএসএস পদ্ধতিতে প্রকাশ করা হবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম নিচে দেওয়া হলোঃ
যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
NU<space>ATMF<space>Roll No
এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা উল্লেখিত দিন রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করেও দেখতে পাবেন।
অনলাইনে ফলাফল দেখতে ও ভর্তি ফরম পূরণ করতে নিচের লিংকে লগিন করুনঃ
লগিন করতে এখানে ক্লিক করুন।
২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত সময়সীমাঃ
- ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করার সময়সীমাঃ ০৯-০৮-২০১৮ থেকে ১৩-০৮-২০১৮
- পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ১১-০৮-২০১৮ থেকে ১৪-০৮-২০১৮
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১১-০৮-২০১৮ থেকে ১৬-০৮-২০১৮
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখঃ ২৮-০৮-২০১৮ থেকে ৩০-০৮-২০১৮
ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবেঃ
- অনলাইন থেকে মূল আবেদন ফরম – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে), (স্টুডেন্ট কপি হাতে রাখতে হবে)।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২-৪টি এবং স্ট্যাম্প সাইজ ২-৪ টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- এসএসসি/সমমান,এইচএসসি/সমমান, স্নাতক (সম্মান) নিয়মিত/স্নাতকোত্তর প্রথম পর্ব পাশের সনদপত্র এর সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- স্নাতক (সম্মান) পাশের প্রশংসাপত্র/প্রত্যয়নপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ সেট।
- টাকা জমার রশিদ।
- চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
- সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
Leave a Reply