প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম ০৪ জুলাই ২০২২ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৩ জুলাই ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণ করার পর প্রিন্ট করে আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও রেজিষ্ট্রেশন ফি ৮০০ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে ২৪ জুলাই ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
আবেদনের যোগ্যতা ও নির্দেশাবলীঃ
ক) এ ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত প্রার্থীরা প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আবেদন করতে পারবে। এছাড়া প্রার্থীর প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিচ্ছু বিষয়টি স্নাতক (পাস) পর্যায়ে ন্যূনতম ৪০০ নম্বরে পঠিত বিষয় হিসাবে থাকতে হবে এবং তাতে ন্যূনতম ৪০% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ ২.০ পেতে হবে।
খ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত প্রার্থীরা প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আবেদন করতে পারবে না। তবে এ সকল প্রার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশ গ্রহণ করে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ ২.২৫ পেলে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবে।
গ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সার্টিফিকেট কোর্স পরীক্ষায় (৪০০ নম্বর সম্বলিত) ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.২৫ প্রাপ্ত প্রার্থীরা প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আবেদন করতে পারবে।
ঘ) প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে বিরতিহীনভাবে ৩ (তিন) শিক্ষাবর্ষ।
ঙ) আবেদনের যোগ্যতা থাকা সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংশ্লিষ্ট দপ্তর হতে অনুমতি গ্রহণ ও উত্তম আচরণের প্রত্যয়নপত্র দাখিল সাপেক্ষে কারাবন্দীগণও আবেদন করতে পারবে।
চ) বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে যথাযথ কতৃর্পক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী, সময়সূচী ও ধার্যকৃত ফিঃ
ক) আবেদনের জন্য ০৪/০৭/২০২২ তারিখ বিকাল ৪টা থেকে ২৩/০৭/২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে ফরম পূরণ করতে হবে।
খ) প্রতিটি কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অধিভুক্ত একটি বিষয়ে সর্বোচ্চ ১০০০ (এক হাজার) প্রার্থী আবেদন করতে পারবে।
গ) প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে নির্ধারিত লিংকে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরমে প্রার্থীর ছবি বা কোন তথ্য ভুল/অসত্য বলে প্রমাণিত হলে তার রেজিস্ট্রেশন বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ঘ) আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা নির্ধারণ করে যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে প্রার্থীর ভর্তি যোগ্য (Eligible) বিষয়ের তালিকা দেখতে পাবে এবং উক্ত তালিকা থেকে সতর্কতার সংগে তার প্রার্থিত বিষয়ের পছন্দ নির্ধারণ করবে।
ঙ) আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ 120×150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb হতে হবে। প্রার্থীর ছবি ব্যতীত অন্য কোন ছবি আবেদন ফরমে আপলোড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
চ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4 (8.5”×11”) অফসেট সাদা কাগজে] প্রিন্ট নিতে হবে।
ছ) পূরণকৃত আবেদন ফরমের ক্রুটি সংশোধন: আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে প্রার্থী তার আবেদন ফরমটি যাচাই করবে। আবেদন ফরমে তথ্যগত অমিল বা ত্রুটিপূর্ণ ছবি থাকলে তা সংশোধন করতে হবে। আবেদন ফরম সংশোধনের জন্য প্রার্থীকে Applicant’s Login (Master Preli. Private) অপশনে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করলে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে পারবে। এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মোবাইল নম্বর সতর্কতার সংগে আবেদন ফরমে সংযোজন করতে হবে। তবে কলেজ কর্তকৃ আবেদন ফরম নিশ্চয়ন করার পর তা আর বাতিল করা যাবে না। প্রার্থী ছবি পরিবর্তনের সুযোগ মাত্র একবারই পাবে।
জ) আবেদনকারীকে প্রিন্ট করা আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীকে স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০/- (আটশত) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে।
ঝ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোন প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আবেদন করতে পারবে না। এ লক্ষ্যে “জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো”- মর্মে আবেদনকারীর স্বারিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ সংরক্ষণ করে।
আবেদনের সময়সূচীঃ
ক্রমিক | বিবরণ | তারিখ |
১। | অনলাইনে আবেদন করার তারিখ: | ০৪/০৭/২০২২ থেকে ২৩/০৭/২০২২ |
২। | আবেদন ফরম, আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত কলেজে জমা দেয়ার তারিখ: | ০৫/০৭/২০২২ থেকে ২৪/০৭/২০২২ |
৩। | কলেজ কর্তৃক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ: | ২৬/০৭/২০২২ থেকে ৩১/০৭/২০২২ |
৪| | কলেজ কর্তৃপক্ষকে প্রার্থীদের আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ [আবেদনকারী প্রতি ২০০/- (দুইশত) টাকা হারে] ও রেজিস্ট্রেশন ফি [আবেদনকারী প্রতি ৮০০/- (আটশত) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Masters Preli. Private) অপশনে ক্লিক করে দু’টি আলাদা Pay Slip ডাউনলোড করতে হবে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তির আবেদন (ভর্তি ফান্ড) ফি ও রেজিস্ট্রেশন ফি’র সঞ্চয়ী হিসাব নম্বর যথাক্রমে ০২১৮১০০০০৩২৪৫ ও ০২১৮১০০০০০১৩৪ উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং সংশ্লিষ্ট কলেজকে এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। |
২৬/০৭/২০২২ থেকে ৩১/০৭/২০২২ |
বিষয় নির্বাচনঃ
ক) অনুমোদিত বিষয়সমূহ : বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবী, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং। সংশ্লিষ্ট কলেজে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে উল্লিখিত বিষয়সমূহে অধিভুক্তি থাকলে কেবলমাত্র ঐ সকল বিষয়ে প্রাইভেট রেজিস্ট্রেশন করা যাবে।
খ) প্রার্থীকে অবশ্যই স্নাতক (পাস)/সার্টিফিকেট কোর্স পরীক্ষায় পঠিত বিষয় থেকে শর্তপূরণ সাপেক্ষে বিষয় নির্বাচন করতে হবে।
গ) স্নাতক (পাস) কোর্সে পঠিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সমগোত্রীয় বিষয় হিসেবে ইতিহাস এবং ইতিহাস বিষয়ের সমগোত্রীয় বিষয় হিসাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি গণ্য করা যাবে।
ঘ) প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে বাংলা অথবা ইংরেজি বিষয়ে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর পঠিত বিষয় হিসাবে ন্যূনতম ৪০০ নম্বরের বাংলা অথবা ইংরেজি বিষয় থাকতে হবে।
পূরণকৃত আবেদন ফরমের প্রিন্টকপির সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে :
ক) এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটো কপি;
খ) স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) পরীক্ষা পাশের মূল/সাময়িক সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি;
গ) সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/ ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তকৃ চারিত্রিক সনদ;
ঘ) স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) পরীক্ষা কোর্সের রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি;
ঙ) সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল/সাময়িক সনদপত্র, নম্বরপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি;
চ) প্রতিরক্ষা বাহিনীতে কর্মরতপ্রার্থীগণকে ‘শিক্ষা ছুটি দেয়া হবে’ মর্মে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র।
নিম্নবর্ণিত কলেজসমূহে ২০১৯-২০২০ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে :
ক্রম |
কলেজ কোড |
কলেজের নাম | ক্রম | কলেজের কোড | কলেজের নাম |
1. | ০১০১ | সরকারি পিসি কলেজ, বাগেরহাট | 29. | ৪৪০৭ | কক্সবাজার সিটি কলেজ |
2. | ০৩২২ | বি এল কলেজ, খুলনা | 30. | ৪৬০১ | রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি |
3. | ০৫০১ | এম এম কলেজ, যশোর | 31. | ৪৮০১ | নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোণা |
4. | ১০০১ | কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া | 32. | ৪৯০১ | গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ |
5. | ১১০১ | সরকারি বি.এম কলেজ, বরিশাল | 33. | ৫০০১ | সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর |
6. | ১২০১ | সরকারি সোহরাওয়ারর্দি কলেজ, পিরোজপুর | 34. | ৫১০১ | শেরপুর সরকারি কলেজ, শেরপুর |
7. | ১৫০১ | পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী | 35. | ৫২০১ | আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ |
8. | ১৬০১ | বরগুনা সরকারি কলেজ, বরগুনা | 36. | ৫৩০১ | সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল |
9. | ১৭০১ | এম.সি কলেজ, সিলেট | 37. | ৫৪০১ | নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী |
10. | ২০০১ | মৌলভীবাজার সরকারি কলেজ | 38. | ৫৫০১ | ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর |
11. | ২১০১ | সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা | ৩৯. | ৫৫১১ | টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর |
12. | ২২০১ | সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ | 40. | ৫৬০১ | সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ |
13. | ২৪০১ | নওগাঁ সরকারি কলেজ,নওগাঁ | 41. | ৫৮০১ | সরকারি দেবেদ্র কলেজ, মানিকগঞ্জ |
14. | ২৫০১ | রাজশাহী কলেজ, রাজশাহী | 42. | ৫৯১২ | ডা. আবুল হোসেন কলেজ, রাজবাড়ি |
15. | ২৭০১ | সরকারি আযিযুল হক কলেজ,বগুড়া | 43. | ৬০০১ | সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর |
16. | ২৯০৬ | হাতীবান্ধা আলিমুদ্দীন কলেজ, লালমনিরহাট | 44. | ৬১০১ | সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ |
17. | ৩১০১ | নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী | 45. | ৬২০৯ | শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর |
18. | ৩২০১ | কারমাইকেল কলেজ, রংপুর | 46. | ৬৩০১ | সরকারি নাজিমুদ্দিন কলেজ, মাদারীপুর |
19. | ৩৪০১ | দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর | 47. | ৬৪১০ | নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা |
20. | ৩৭০১ | ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা | 48. | ৬৪১৬ | সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা |
21. | ৩৮০১ | ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ | 49. | ৬৪২২ | তেজগাঁও কলেজ, ঢাকা |
22. | ৩৯০১ | চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর | 50. | ৬৪২৫ | শেখ বোরহানুদ্দিন কলেজ, ঢাকা |
23. | ৪০০১ | লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর | 51. | ৬৪৩৯ | আবুজর গিফারী কলেজ, ঢাকা |
24. | ৪১০১ | ফেনী সরকারি কলেজ, ফেনী | 52. | ৬৪৪৭ | লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা |
25. | ৪২০১ | নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী | 53. | ৬৪৫৮ | মোহাম্মদপুর কেন্দধীয় কলেজ, ঢাকা |
26. | ৪৩০১ | চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম | 54. | ৬৪৫৯ | হাবীবুল্লাহ বাহার কলেজ, ঢাকা |
27. | ৪৩০৫ | হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম | 55. | ৬৪৮৬ | আলহাজ্ব মকবুল হোসেন কলেজ, ঢাকা |
28. | ৪৩০৬ | চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম |
রেজিস্ট্রেশন সংক্রান্ত এ বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
বি:দ্র: এই ফরমে প্রার্থীর কোন তথ্য ভুল/অসত্য বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষন করে।
আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।
ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।
Leave a Reply