ড্যাফোডিলে “Cyber Security Awareness” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

By হুসাইন সাদ্দাম

Published on:

Advertisements

শিক্ষার্থীদের মাঝে সাইবার স্পেসে তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা ছড়িয়ে দিতে  গত ২৪ অক্টোবর, ২০১৪ ড্যাফোডিল অডিটোরিয়ামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ISACA ঢাকা চ্যাপ্টার যৌথভাবে এই “Cyber Security Awareness”  বিষয়ক সেমিনার আয়োজন করে ।

10347082_10153183727117203_1178472899391600752_n    10527708_10153183718287203_8147144313084077701_n

 

জনাব আশরাফুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । ড্যাফোডিলের প্রো-ভাইস চ্যান্সেলর ডঃ  মোঃ গোলাম রহমান সেমিনারের সভাপতিত্ব করেন । এছাড়াও উপস্থিত ছিলেন ISACA ঢাকা চ্যাপ্টারের অন্যান্য সদস্যবৃন্দ এবং ড্যাফোডিলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ডঃ তৌহিদ ভূইয়া ।

 

Leave a Comment