DIU তে অনুষ্ঠিত হলো ‘জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের চাহিদা’ শীর্ষক সেমিনার

By হুসাইন সাদ্দাম

Updated on:

Advertisements

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (BSTB) এর যৌথ উদ্যোগে গত অক্টোবর ১৮, ২০১৪ তারিখে DIU মিলানয়তনে ‘জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের চাহিদা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. তৌহিদ ভূইয়াঁর সভাপতিত্বে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড এর মহাসচিব মোহাম্মদ নূরুজ্জামান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

sw-testing
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি বোর্ড (ISTQB) এর সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার মোঃ আখতার উল আলম শুভ্র। সেমিনার বক্তব্য রাখেন ISTQB এর সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার সিয়ামূল সিয়াম।
সেমিনারে দেশে বিদেশে চাকরি বাজারে এবং আউটসোর্সিং ক্ষেত্রে সফটওয়্যার টেষ্টিং সেক্টরের বিভিন্ন দিক এবং এ বিষযে নিজেকে যোগ্য করে তুলতে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেষ্টিং বোর্ড ও ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ারের গুরুত্ব তুলে ধরা হয়। এ পর্যন্ত সরা বিশ্বে ৩ লক্ষ ৩৬ হাজার আইএসটিকিউবি সাইর্টফাইড টেষ্ট ইঞ্জিনিয়ার রয়েছে। বাংলাদেশে মাত্র ২৩ জন রয়েছে। বিশ্বের শতাধিকদেশে এর কার্যক্রম পরিচালিত হয়। প্রতিজন সার্টিফাইড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন গড়ে ৪৫,০০০ ইউএস ডলার। বর্তমানে দেশে বিদেশে এ পেশার লোকজনের প্রচুর চাহিদা রয়েছে ।

সংবাদঃ banglanews24.com

Leave a Comment