অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

তিনি ছিলেন তাঁর সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক। হুমায়ুন আহমেদ শরৎচন্দ্রের তুলনায় বেশী জনপ্রিয় কি না সেটা নিয়ে বিতর্ক হতে পারে। হুমায়ুন আহমেদকে নিয়ে সস্তা বাজারে লেখক বলে যে সমালোচনা হয় শরৎচন্দ্রকে নিয়ে সম্ভবত সেটা হতো না।

https://www.youtube.com/watch?v=WE5RWVf5Hxo

দেবদাস, দত্তা, চরিত্রহীন, বিরাজ বৌ এবং আরো অনেক জনপ্রিয় এবং শিল্পসফল উপন্যাস তিনি লিখেছিলেন। দেবদাস উপন্যাসটি নিয়ে অনেক ভাষার অনেক সিনেমা তৈরি হয়েছে।

শ্রীকান্ত তাঁর আত্মজৈবনিক উপন্যাস- আমার মতে শ্রেষ্ট। বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী কিশোর চরিত্র ইন্দ্রনাথ(শ্রীকান্ত উপন্যাসের)। এই লেখকের ছোটগল্পগুলোর নাম বই থেকে একবার দেখে নেবেন। বিসিএস এ আসতে পারে। এস এস সি পরীক্ষায় কাজে লাগবে

কৃতজ্ঞতা স্বীকারঃ লেখক পরিচিতি





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*