বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবুজ পাহাড়ে ঘেরা এ বিশ্ববিদ্যালয় মুগ্ধ করে সবাইকে। শাটল ট্রেনের ডাক পৌঁছে যায় সবার কানে কানে। তাইতো প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে এ বিশ্ববিদ্যালয়ে। কেউ চান্স পায় আবার কেউ খালি হাতে ফিরে যায়। যারা আগে থেকে বিশ্ববিদ্যালয় নিয়ে খুঁটিনাটি জেনে থাকে পরীক্ষায় ভাল করা তাদের বেশি সহজ হয়। তাই চবির খুঁটিনাটি নিয়ে আজকে হাজির হলাম তোমাদের সামনে।
প্রথমে প্রতিটি ইউনিটের কমন বিষয়গুলো বলবো, তারপর ইউনিট ভিত্তিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি কার্যক্রমের সবকিছুই হচ্ছে অন লাইনে। যারা এইচ এস সি তে এবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে তারাও পরীক্ষা দিতে পারবে। সকল ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার কেন্দ্র ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে পড়বে।
GPA –এর নম্বর কিভাবে গণনা করবো?
তোমার SSC GPA কে 1.6 এবং HSC GPA কে 2.4 দ্বারা গুণ করো। এটাই তোমার GPA এর নাম্বার। বাকীটা পরীক্ষায় যা পাবা সেটা।
প্রতিটি ভুল উত্তরের জন্যে 0.25 নম্বর মোট নাম্বার থেকে কাটা যাবে। এখানে মনে রাখা লাগে যে বাংলায় ৬ এর উত্তর করে ২ টা ভুল হলেও পাস তুমি। কারন নেগেটিভ মার্ক মোট নাম্বার থেকে কাটা হবে। বাংলা থেকে না।
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ০৪ অক্টোবর, ২০১৭।
টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ০৫ অক্টোবর, ২০১৭।
A-ইউনিট ভর্তি পরীক্ষাঃ ২৯ অক্টোবর ২০১৭ সকাল ১০ টায় ।
B-ইউনিট ভর্তি পরীক্ষাঃ ২৮ অক্টোবর ২০১৭ সকাল ১০ টায় ।
C-ইউনিট ভর্তি পরীক্ষাঃ ২৬ অক্টোবর ২০১৭ সকাল ১০ টায় ।
D-ইউনিট ভর্তি পরীক্ষাঃ ২৭ অক্টোবর ২০১৭ সকাল ১০ টায় ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit –এর বিস্তারিতঃ
সাধারণ আসন সংখ্যাঃ
EEE – ৫৫(Engineering Certificate), CSE – ৬৫(Engineering Certificate), পদার্থবিদ্যা –
১১০, রসায়ন– ১১০, গণিত – ১১০, পরিসংখ্যান – ১১০, ফলিত ও পরিবেশ রসায়ন – ৩০, মেরিন
সায়েন্স – ৪০, ওশানোগ্রাফি –২৫, ফিশারিজ – ২৫, ফরেস্ট্রি – ৪০, পরিবেশ বিজ্ঞান – ৩৫ ,
ফার্মেসী – ৩০, মাইক্রোবায়োলজি – ৪০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি – ৩৫,
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান – ৪০, মৃত্তিকা বিজ্ঞান – ৫০, মনোবিজ্ঞান – ২৪, প্রাণীবিদ্যা
– ১০০, উদ্ভিদবিদ্যা – ১০০, ভূগোল ও পরিবেশবিদ্যা – ৪০, মোট – ১২১৪
এছাড়াও প্রতিটি বিষয়ে কোটা আছে ।
পরীক্ষার মানবন্টনঃ
বাংলা -১০, ইংরেজি – ১০
গণিত, পদার্থ, রসায়ন, আইসিটি, পরিসংখ্যান, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা এর বিষয় গুলো থেকে
যেকোন ৪ টি বিষয়ের উত্তর করা লাগবে। যারা গণিত, পদার্থ, রসায়ন, উদ্ভিদবিদ্যা/প্রাণিবিদ্যা
উত্তর করবে তারা সকল সাবজেক্ট নিতে পারবে । যেমনঃ গণিত উত্তর না করলে গণিত বিভাগ, EEE,
CSE, পরিসংখ্যান বিভাগ ইত্যাদিতে ভর্তি হওয়া যাবে না ।
প্রতিটির নম্বর – ২০।
৪ x ২০ = ৮০ । মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ।
পাস নম্বরঃ
বাংলা – ৪, ইংরেজি – ৪, বাকিগুলোতে – ৮, GPA তে নাম্বার – ২০।
মোট ১২০ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে ।
কি কি বই পড়বো?
মেইন বই, হালদা (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা, A unit । সাজেশন+প্রশ্ন ব্যাংক+সব সাবজেক্ট আছে) ,English For Competitive Exam, বাংলা বিচিত্রা/ রেনেসাঁ ।
কারা পরীক্ষা দিতে পারবে?
যারা বিজ্ঞান বিভাগ থেকে ২০১৪ কিংবা ২০১৫ তে এসএসসি এবং ২০১৭ সালে এইস এস সি পরীক্ষা দিয়েছে এবং মোট (SSC + HSC) GPA – 6.50 পেয়েছে এবং আলাদাভাবে (SSC ও HSC প্রতিটিতে) 3.00 এর উপরে পেয়েছে তারা পরীক্ষা দিতে পারবে ।
যোগাযোগঃ
বিশ্ববিদ্যালয় থেকে তথ্য নিতে-
01555555135 (A-ইউনিট), 01555555142, 01555555156(A-ইউনিট )
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B Unit –এর বিস্তারিত
সাধারণ আসন সংখ্যাঃ
বাংলা – ১১০, ইংরেজি – ১১০, ইতিহাস -১২০, দর্শন – ১২০, পালি – ৮৫, সংস্কৃত – ৭০, ইসলামের
ইতিহাস ও সংস্কৃতি – ১২০, আরবি -১২০, ইসলামিক স্টাডিজ -১২০, নাট্যকলা – ৩৫, Language
and Linguistics -৪১, চারুকলা –৬০, ফারসি ভাষা ও সাহিত্য – ৫০, আই-ই- আর (Education
Research Institute) – ১০৫, সংগীত -৩০, বাংলাদেশ স্টাডিজ – ৫০
মোট – ১৪৪৬ টি আসন।
এছাড়াও প্রতিটি বিষয়ে কোটা আছে ।
পরীক্ষার মানবন্টনঃ
বাংলা -৩৫, ইংরেজি – ৩৫, সাঃ জ্ঞান – ৩০, মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ।
পাস নম্বরঃ মোট ৪০ পেলে পাস ।
GPA তে নাম্বার – ২০
মোট ১২০ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে। চারুকলা ,নাট্যকলা ও সংগীতে ভর্তির জন্যে
অতিরিক্ত ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা দেওয়া লাগবে। তাদের জন্যে মোট নাম্বার -১৪০ ।
কি কি বই পড়বো?
মেইন বই, হালদা/Index/পানকৌঁড়ি, English For Competitive Exam, Toefl, বাংলা বিচিত্রা/
রেনেসাঁ/ mp3, সাঃ জ্ঞান এর জন্যে আজকের বিশ্ব ।
কারা পরীক্ষা দিতে পারবে?
যারা কমার্স+মানবিক+বিজ্ঞান থেকে ২০১৪ কিংবা ২০১৫ তে এসএসসি এবং ২০১৭ সালে এইস এস
সি পরীক্ষা দিয়েছে এবং মোট (SSC + HSC) GPA – 6.00 পেয়েছে এবং আলাদাভাবে
(SSC ও HSC প্রতিটিতে) 2.75 এর উপরে পেয়েছে তারা পরীক্ষা দিতে পারবে ।
যোগাযোগঃ
বিশ্ববিদ্যালয় থেকে তথ্য নিতে- 01555555136(B-ইউনিট )
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C Unit –এর বিস্তারিতঃ
সাধারণ আসন সংখ্যাঃ
একাউন্টিং – ৯৩, ম্যানেজমেন্ট – ৬৫, ফাইন্যান্স -৯৩, মার্কেটিং – ৭৭, হিউম্যান রিচোর্স এন্ড,
ম্যানেজমেন্ট (HRM) – ৫০, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স – ৭০।
মোট – ৪৪৮ টি আসন।
এছাড়াও প্রতিটি বিষয়ে কোটা আছে ।
পরীক্ষার মানবন্টনঃ
ইংরেজি – ৩০, হিসাব বিজ্ঞান – ৩৫, ব্যবসায় নীতি ও প্রয়োগ – ৩৫
বিঃ দ্রঃ বাংলায় পরিক্ষা হবে না । মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ।
পাস নম্বরঃ
ইংরেজি – ৮, হিসাব বিজ্ঞান – ১২, ব্যবসায় নীতি ও প্রয়োগ -১২
কি কি বই পড়বো?
মেইন বই, হালদা/Index/পানকৌঁড়ি, English For Competitive Exam, Toefl, বাংলা বিচিত্রা/
রেনেসাঁ/ mp3 ।
কারা পরীক্ষা দিতে পারবে?
যারা কমার্স থেকে ২০১৪ কিংবা ২০১৫ তে এসএসসি এবং ২০১৭ সালে এইস এস সি পরীক্ষা দিয়েছে
এবং মোট (SSC + HSC) GPA – 6.50 পেয়েছে এবং আলাদাভাবে (SSC ও HSC প্রতিটিতে)3.00
এর উপরে পেয়েছে তারা পরীক্ষা দিতে পারবে ।
যোগাযোগঃ
বিশ্ববিদ্যালয় থেকে তথ্য নিতে- 01555555137(C-ইউনিট)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D Unit –এর বিস্তারিতঃ
সাধারণ আসন সংখ্যাঃ
১। অর্থনীতি -১৩২ {মানবিক-৩৯, বিজ্ঞান-৬৩, ব্যবসায়-৩০}
২। রাজনীতি বিজ্ঞান -১৩২ { মানবিক-৮৮, বিজ্ঞান-৬)২৯, ব্যবসায়-১৫}
৩। সমাজতত্ত্ব -১৩২ { মানবিক-৫০, বিজ্ঞান-৫০, ব্যবসায়-৩২}
৪। লোকপ্রশাসন(Public Administration)-১৩২ { মানবিক-৫০, বিজ্ঞান-৫৫, ব্যবসায়-২৯}
৫। নৃ-বিজ্ঞান ( ৮৫) { মানবিক-৩০, বিজ্ঞান-৩০, ব্যবসায়-২৫}
৬। আন্তর্জাতিক সম্পর্ক (IR) -৮৫ { মানবিক-৩৫, বিজ্ঞান-১৮, ব্যবসায়-২২}
৭। যোগা্যোগ ও সাংবাদিকতা -৬০ { মানবিক-২৭, বিজ্ঞান-১৪, ব্যবসায়-১৯}
ব্র্যাকেটে বিভাগ ভিত্তিক আসন সংখ্যা। এছাড়াও প্রতিটি বিষয়ে কোটা আছে ।
পরীক্ষার মানবন্টনঃ
বাংলা- ৩০, ইংরেজি- ৩০ ,বিশ্লেষণ দক্ষতা- ২০, সাধারণ জ্ঞান/গণিত /অর্থনীতি- ২০। বিঃদ্রঃ
সাধারণ জ্ঞান/গণিত /অর্থনীতি এর ক্ষেত্রে যেকোন বিভাগ থেকে যে কেউ যেকোন বিষয়ে উত্তর
করতে পারবে। এতে সে সব সাবজেক্টই নিতে পারবে। কোন বিশেষ শর্ত নেই ।
এছাড়া যারা স্পোর্টস সাইন্স এ ভর্তি হতে চায় তাদেরকে ফিল্ড টেস্ট –২০ ও সার্টিফিকেট –১০ এর
নম্বর গণনায় অংশ নিতে হবে। এখানে সার্টিফিকেট মানে খেলাধূলার সার্টিফিকেট।
কি কি বই পড়বো?
মেইন বই, হালদা/Index/পানকৌঁড়ি, English For Competitive Exam, Toefl, বাংলা বিচিত্রা/
রেনেসাঁ/ mp3, সাঃ জ্ঞান এর জন্যে আজকের বিশ্ব ।
কারা পরীক্ষা দিতে পারবে?
সবার জন্য HSC+SSE GPA-5.50 (আলাদাভাবে কমপক্ষে – 2.25)
কিন্তু-
১। যাদের 6 (আলাদাভাবে 2.75) তারা D-ইউনিটের সব বিভাগে ভর্তি হতে পারবে।
২। যাদের 6.50 (আলাদাভাবে 3.00) শুধুমাত্র তারা আইন বিভাগে ভর্তি হতে পারবে ।
৩। যাদের 5.50 (আলাদাভাবে 2.25) শুধুমাত্র তারা ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স
বিভাগে ভর্তি হতে পারবে ।
৪। যাদের 6.50(আলাদাভাবে 3) তারা ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত বিভাগে ভর্তি হতে পারবে
(বিজ্ঞান ও মানবিক গ্রপ)।
৫। যাদের 6.00(আলাদাভাবে 2.75) তারা ভূগোল ও পরিবেশবিদ্যা,মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হতে
পারবে । (মানবিক গ্রুপ)
যোগাযোগঃ
বিশ্ববিদ্যালয় থেকে তথ্য নিতে- 01555555138(D-ইউনিট)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন
জেনে নিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়া উচিত?
Leave a Reply