পিইসিই/জেএসসি/এসএসসি পাশ শিক্ষার্থীদের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির বিস্তারিত তথ্য

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সমগ্র দেশব্যাপী “শিক্ষাবৃত্তি-২০১৭’ প্রদান করতে যাচ্ছে। এর আওতায় ২০১৬ সালের পিইসিই/জেএসসি/এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। এই বৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

বৃত্তির মেয়াদঃ ১ বছর (এককালীন/মাসিক প্রদেয়)

বৃত্তির শিক্ষাস্তর ও পরিমানঃ

  • শিক্ষাস্তরঃ পিইসিই/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমানঃ ৮০০/- টাকা – বাৎসরিক এককালীনঃ ৯,৬০০/- টাকা
  • শিক্ষাস্তরঃ জেএসসি/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমানঃ ১,০০০/- টাকা – বাৎসরিক এককালীনঃ ১২,০০০/- টাকা
  • শিক্ষাস্তরঃ এসএসসি/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমানঃ ১,২০০/- টাকা – বাৎসরিক এককালীনঃ ১৪,৪০০/- টাকা

আবেদনের যোগ্যতাঃ

  • আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ১,২০,০০০/- টাকার নীচে হতে হবে।
  • আবেদনকারী/শিক্ষার্থীর ফলাফল (পিইসিই/জেএসসি/এসএসসি) ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতীত) হতে হবে। তবে অটিজমে আক্রান্ত আবেদনকারীর/শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • অন্য কোন বেসরকারী উৎস থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীগণ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না এবং এ সংক্রান্ত কোন তথ্য গোপন করা হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্র প্রাপ্তির স্থানঃ

স্ট্যান্ডার্ড ব্যাংকের যে কোন শাখা অথবা ব্যাংকের ওয়েবসাইট www.standardbankbd.com এ বৃত্তির ফরম পাওয়া যাবে।

বৃত্তির জন্য আবেদনপত্র জমাদানের তারিখ ও স্থানঃ

আবেদনপত্র আগামী ২২ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে পাবলিক রিলেশন্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স বিভাগ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ইসলাম চেম্বার (১১ তলা), ১২৫ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় ডাক/কুরিয়ারযোগে প্রেরণ করা যাবে।

স্ট্যান্ডার্ড ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি – ২০১৭ এর বিজ্ঞপ্তি

 standard bank scholarship 2017

 

আবেদন ফরম ডাউনলোড করুন।





About আল মামুন মুন্না 821 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*