বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা, ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, শিক্ষকদের নন-এমপিওভূক্ত প্রতিষ্ঠানসমূহের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আশুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকালে আশুগঞ্জ গোলচত্বরের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী চলাকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহঃ অধ্যাপক শাহজাহান ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন হুমায়ন কবীর, রেজাউল আজাদ, মহিউদ্দিন আহমেদ, ফারুক সিকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা, ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটিসহ এফিলিয়েশনভূক্ত প্রতিষ্ঠানসমূহের এমপিওভূক্ত প্রদানের দাবি জানান।
Leave a Reply