রোহিঙ্গাদের সাহায্যার্থে ত্রাণ টিম পাঠাবে ‘স্বাশিপ’

স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা ১৩.০৩.১৭ ইং,বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরস্হ স্বাশিপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় অনতিবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জোর দাবী এবং মানবেতর জীবনযাপনকারী রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

সভায় খুব শীঘ্রই স্বাশিপের পক্ষ থেকে তাদের সাহায্যার্থে একটি ত্রাণ টিম পাঠানোর সিন্ধান্ত নেওয়া হয়।

স্বাশিপ সহ-সভাপতি প্রফেসর সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ মোকসেদুর রহমান, থন্দকার মাহমুদ আলম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, নারায়ণ চন্দ্র দাস, মুজিবুর রহমান, মাওলানা কাজী জহিরুল ইসলাম, আ.ন.ম সাইফুদ্দিন শাহীন, শিরিনী বিথী, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যাপক আব্দুল হক কবিরাজ, জাকির হোসাইন, সামসুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *